অনেক ধরনের প্রতিযোগিতার কথা শুনে থাকবেন। কিন্তু গরুদের সুন্দরি প্রতিযোগিতার কথা শুনেছেন কখনো? আর সেটাই হয়েছে। সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ লাখ গরু। জার্মানি আর লুক্সেমবুর্গর গরুদের মধ্যে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের মধ্যে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ হবার আশা নিয়ে ফাইনালে উঠেছিল মাত্র দু’শ সুন্দরী।
প্রতিযোগিতার নাম ‘হলস্টাইন শো’। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে গরু সুন্দরীদের সাজগোজের জন্য ছিল ব্যাপক আয়োজন। শীতপ্রধান দেশ বলে গরুদের গায়ের লোম অনেক বড় বড় হয়। মাথার পাশে অনেক গরুর এমন ঘন, দীর্ঘ রোম থাকে যে তাদের ‘সুকেশিনী’ বলা যায় নির্দ্বিধায়। তাদের চুল কাটার জন্য ছিল বিশেষ সেলুন। পাঁজর আর দুধের বাটে মাখানোর জন্য ছিল বেবি অয়েল। চুল রং করানোর জন্যও ছিল বিশেষ ব্যবস্থা।
বিচারকরা এমন সব গরুই বেছে নিয়েছেন যাদের দু’জোড়া শক্ত পায়ের ওপর রয়েছে সবল, সুদৃঢ় কাঠামো এবং যাদের দুধের বাণও বেশ বড়। তেমন প্রতিযোগীই ছিল বেশি।
গরুদের ক্যাটওয়াক অনুষ্ঠিত
বিশ্ববিখ্যাত মডেলদের মতো ক্যাটওয়াকেও অংশ নিয়েছে গরু-সুন্দরীরা। কান খাড়া করে, নিতম্বটা একটু আবেদনময়ীর ভঙ্গিতে তুলে সামনের দিকে সতর্ক দৃষ্টি রেখে আত্মবিশ্বাসী পদক্ষেপে যারা এগিয়ে যেতে পেরেছে, তাদেরকে ‘ফুল মার্কস’ দিয়েছেন বিচারকরা।
গরুদের ক্যাটওয়াক: সেরা সুন্দরী ‘লেডি গাগা’বিজয়িনী
আট বছর বয়সি ‘সুন্দরী’ লেডি গাগা জিতে নিয়েছে এবারের ‘হলস্টাইন শো’। পপস্টার ‘লেডি গাগা’-র নামে নাম রাখার পর এবার তাদের প্রিয় গরুটি সেরার স্বীকৃতিও পেল। ডয়চে ভেলে
সংবাদ শিরোনাম
গরুদের ক্যাটওয়াক: সেরা সুন্দরী ‘লেডি গাগা’
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
- ২৫৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ