ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৭ বার

১০ ছেলে ও ৯ মেয়ের মা হামদা আল রুয়াইলি। ১৯ সন্তানের দেখভাল করেও ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সৌদি আরবের এই নারী, যা অনেককে বিস্মিত করেছে। সাধারণত সন্তানদের পরিচর্যায় মনোযোগ দিতে গিয়ে অনেক নারী পড়ালেখা বাদ দেন। সেখানেই উদাহরণ সৃষ্টি করেছেন হামদা আল রুয়াইলি।

সম্প্রতি সংবাদমাধ্যম আল এখবারিয়াকে জানিয়েছেন, হামদা আল রুয়াইলি সন্তানদের দেখাশুনা, কাজ এবং পড়াশোনা একইভাবে চালিয়ে গেছেন। তিনি মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ করেন। অনলাইনে ব্যবসাও রয়েছে।

হামদা আল রুয়াইলি বলেন, আমি দিনে সন্তানদের পরিচর্যা এবং কাজ করি। রাতে ব্যবসা ও পড়াশোনা চালাই। কোনো ধরনের ঝামেলা চাই না। তাই খুব সতর্ক হয়ে সারাদিনের পরিকল্পনা করি। ৪৩ বছর বয়সে পা দেওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এই নারী।

শিক্ষক এবং সেনা কর্মকর্তারা অনুপ্রেরণা উল্লেখ করে এই সৌদি নারী বলেন, আমার জন্য একটি সন্তানকে বড় করা ১০ সন্তানকে বড় করার সমান। আমি তাদের প্রয়োজন নিয়ে কাজ করি, লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করি এবং তারা যেন নিজেদের ইচ্ছা পূরণ করতে পারে সেজন্য অনুপ্রেরণা দেই।

হামদা আল রুয়াইলির সন্তানরাও পড়ালেখায় বেশ ভালো। তার এক মেয়ে এতটাই মেধাবী যে কিং আব্দুল আজিজ সেন্টার তার পড়ালেখার খরচ বহন করে।  তিনি বলেন, আমার অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও শিক্ষার স্বপ্ন বাদ দেইনি। আল্লাহকে ধন্যবাদ, এই সাফল্য সহজ ছিল না। কিন্তু এটি পরিকল্পনা এবং পরিবারের সমর্থনের ফল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা

আপডেট টাইম : ১১:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

১০ ছেলে ও ৯ মেয়ের মা হামদা আল রুয়াইলি। ১৯ সন্তানের দেখভাল করেও ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সৌদি আরবের এই নারী, যা অনেককে বিস্মিত করেছে। সাধারণত সন্তানদের পরিচর্যায় মনোযোগ দিতে গিয়ে অনেক নারী পড়ালেখা বাদ দেন। সেখানেই উদাহরণ সৃষ্টি করেছেন হামদা আল রুয়াইলি।

সম্প্রতি সংবাদমাধ্যম আল এখবারিয়াকে জানিয়েছেন, হামদা আল রুয়াইলি সন্তানদের দেখাশুনা, কাজ এবং পড়াশোনা একইভাবে চালিয়ে গেছেন। তিনি মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ করেন। অনলাইনে ব্যবসাও রয়েছে।

হামদা আল রুয়াইলি বলেন, আমি দিনে সন্তানদের পরিচর্যা এবং কাজ করি। রাতে ব্যবসা ও পড়াশোনা চালাই। কোনো ধরনের ঝামেলা চাই না। তাই খুব সতর্ক হয়ে সারাদিনের পরিকল্পনা করি। ৪৩ বছর বয়সে পা দেওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এই নারী।

শিক্ষক এবং সেনা কর্মকর্তারা অনুপ্রেরণা উল্লেখ করে এই সৌদি নারী বলেন, আমার জন্য একটি সন্তানকে বড় করা ১০ সন্তানকে বড় করার সমান। আমি তাদের প্রয়োজন নিয়ে কাজ করি, লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করি এবং তারা যেন নিজেদের ইচ্ছা পূরণ করতে পারে সেজন্য অনুপ্রেরণা দেই।

হামদা আল রুয়াইলির সন্তানরাও পড়ালেখায় বেশ ভালো। তার এক মেয়ে এতটাই মেধাবী যে কিং আব্দুল আজিজ সেন্টার তার পড়ালেখার খরচ বহন করে।  তিনি বলেন, আমার অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও শিক্ষার স্বপ্ন বাদ দেইনি। আল্লাহকে ধন্যবাদ, এই সাফল্য সহজ ছিল না। কিন্তু এটি পরিকল্পনা এবং পরিবারের সমর্থনের ফল।