হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহর কমলপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ লিটার ভেজাল নারিকেল তেল সহ দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ফারুক মিয়ার ছেলে দুলাল মিয়া (৪০) ও কালীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৮)কে আটক করা হয়।
আজ (৩০জুলাই) সোমরার সকাল ১১ ঘটিকার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম ভৈরব পৌর শহরের কমলপুর গ্রামে একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন জানান দীর্ঘ দিন যাবত ভৈরবে একটি চক্র বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের (প্যারাসুট, বেলী, জুঁই) নাম ব্যবহার করে ভেজাল তেল উৎপাদন সহ প্যাকেট জাত করে ভৈরব বাজারসহ বিভিন্ন দোকানে সরবরাহ করছে।
এই অভিযোগের প্রেক্ষিতে আজ বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ২০ লিটার পরিমাণে ৩০ ড্রাম তেল জব্দ করা হয় যার পরিমাণ ৬০০ লিটার ও ২ হাজার খালি বোতল জব্দ করা হয়।
এ সময় ভেজাল তেল উৎপাদনে সংশ্লিষ্ট থাকায় দুলাল মিয়াকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রুবেল মিয়াকে সরকারি কাজে বাধা দেওয়ায় এবং দুলাল মিয়ার পক্ষে তদবীর করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পরে তাদের কিশোরগঞ্জ শোধানালয়ে পাঠানো হয়। জব্দকৃত ২ হাজার খালি বোতল উপজেলা চত্বরে পুড়িয়ে ফেলা হয়।