হাওর বার্তা ডেস্কঃ প্রাকৃতিক দুর্যোগে প্রায় প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হয় হাওর ও চরাঞ্চলের মানুষ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর-রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় জমির ফসল। তাই হাওর ও চরাঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ‘হাওর ও চরাঞ্চল উন্নয়ন ইন্সটিটিউট’। এখানে নানা বিষয়ে গবেষণার পাশাপাশি প্রাথমিকভাবে এমএস এবং পিএইচডি ডিগ্রি দেয়া হবে। আগামীকাল (রোববার, ২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে ইন্সটিটিউটের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
দারিদ্রপীড়িত হাওর ও চরাঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ‘হাওর ও চরাঞ্চল উন্নয়ন ইন্সটিটিউট’। ওই অঞ্চলের কৃষকদের এখানে প্রশিক্ষণ দেয়া হবে। বাকৃবি হাওর ও চরাঞ্চল উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক ড. মো রকিবুল ইসলাম বলেন, ফসলের ভিন্নতা একটু দরকার। যাতে একটা ফসল নষ্ট হলে তারা অন্য আরেকটা ফসল দিয়ে যাতে ঘুরে দাঁড়াতে পারে। এরকম স্থায়ী একটা উন্নয়নের জন্য কম্পোজিট প্রচেষ্টা থেকে এই ইন্সটিটিউটের জন্ম।
এদিকে তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দিতে হাওর এলাকায় এই ইন্সটিটিউটের শাখা স্থাপন জরুরি বলে মনে করেন হাওর গবেষকরা। হাওর গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম আলী বলেন, যেসকল বিশেষজ্ঞ থাকবেন তারা ওই সকল হাওরাঞ্চলে গিয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে পারবেন। পরবর্তীতে এটি নদী ভাঙন হোক বা হাওরাঞ্চলে বন্যা হোক এটি তারা মোকাবেলা করতে সক্ষম হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর জানান, ইতোমধ্যে ইন্সটিটিউটের জনবল নিয়োগ দেয়া হয়েছে। রোববার রাষ্ট্রপতি আব্দুল হামিদের উদ্বোধনের পরই পুরোদমে কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতি হাওর ও চরাঞ্চল ইন্সটিটিউট উদ্বোধন ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সূত্র: সময় টিভি