ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বদলি ফেরাতে তৎপর ডিবির ওসি আশিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েকটি অনিয়মের জেরে আলোচনায় থাকা ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এবার বদলি ঠেকাতে তৎপর হয়ে উঠেছেন। ময়মনসিংহে বহাল থাকতে তিনি জেলার প্রভাবশালী বিভিন্ন রাজনীতিকের দুয়ারে ধরনা দিচ্ছেন বলে খবর ছড়িয়েছে। ঘুষ-বাণিজ্যসহ নানা অভিযোগে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানকে গত শনিবার শেরপুর জেলায় বদলি করা হয়েছে। আগামী শনিবার তার নতুন কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে।

তথ্য মতে, বিতর্কিত ওই ওসির বদলির খবরে ময়মনসিংহের সচেতনমহলে স্বস্তির সুবাতাস বইছে। অন্যদিকে, তাকে ময়মনসিংহে পুনরায় বহাল রাখতে জেলা আওয়ামী লীগের রাজনীতি থেকে বিতাড়িত এক প্রভাবশালী প্রবীণ নেতা তদবির করছেন বলে গুঞ্জন রয়েছে। নিজের অনুসারীদের দিয়ে ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধনও করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় এক বছর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আশিকুর রহমান।

এরপর থেকেই তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মামলার আসামি ধরার নাম করে ব্যাপক সামারি-বাণিজ্যের অভিযোগ ওঠে। আচার-আচরণেও তার বেপরোয়াভাব নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারাও চরম বিরক্ত হয়ে ওঠেন। ফলে ভুক্তভোগীসহ ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার এই ওসির শাস্তি দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, ‘কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কথা বলা ঠিক হবে না। তবে তার বিরুদ্ধে অনেক কথা আমিও শুনেছি। তার ডিপার্টমেন্ট এ বিষয়টি ভালো বলতে পারবে।’ এ বিষয়ে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে শেরপুরে বদলি করা হয়েছে। এরপরের কোনো ঘটনা আমি জানি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বদলি ফেরাতে তৎপর ডিবির ওসি আশিকুর রহমান

আপডেট টাইম : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ কয়েকটি অনিয়মের জেরে আলোচনায় থাকা ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এবার বদলি ঠেকাতে তৎপর হয়ে উঠেছেন। ময়মনসিংহে বহাল থাকতে তিনি জেলার প্রভাবশালী বিভিন্ন রাজনীতিকের দুয়ারে ধরনা দিচ্ছেন বলে খবর ছড়িয়েছে। ঘুষ-বাণিজ্যসহ নানা অভিযোগে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানকে গত শনিবার শেরপুর জেলায় বদলি করা হয়েছে। আগামী শনিবার তার নতুন কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে।

তথ্য মতে, বিতর্কিত ওই ওসির বদলির খবরে ময়মনসিংহের সচেতনমহলে স্বস্তির সুবাতাস বইছে। অন্যদিকে, তাকে ময়মনসিংহে পুনরায় বহাল রাখতে জেলা আওয়ামী লীগের রাজনীতি থেকে বিতাড়িত এক প্রভাবশালী প্রবীণ নেতা তদবির করছেন বলে গুঞ্জন রয়েছে। নিজের অনুসারীদের দিয়ে ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধনও করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় এক বছর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আশিকুর রহমান।

এরপর থেকেই তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মামলার আসামি ধরার নাম করে ব্যাপক সামারি-বাণিজ্যের অভিযোগ ওঠে। আচার-আচরণেও তার বেপরোয়াভাব নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারাও চরম বিরক্ত হয়ে ওঠেন। ফলে ভুক্তভোগীসহ ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার এই ওসির শাস্তি দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, ‘কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কথা বলা ঠিক হবে না। তবে তার বিরুদ্ধে অনেক কথা আমিও শুনেছি। তার ডিপার্টমেন্ট এ বিষয়টি ভালো বলতে পারবে।’ এ বিষয়ে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে শেরপুরে বদলি করা হয়েছে। এরপরের কোনো ঘটনা আমি জানি না।