হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর উত্তরায় ১৪ হাজার পিস ইয়াবার পার্সেল রিসিভি করতে গিয়ে আল আমিন (২২) নামের এক তরুণকে আটক করে র্যাব-১। আজ শুক্রবার (২৮ জুন) র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেহেদী হাসান সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১ সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৪ হাজার পিস ইয়াবা আসে আল-আমিনের ঠিকানায়। ইয়াবা চালানটি রিসিভ করতে গেলে, র্যাবের হাতে আটক হয় আল আমিন। সে উত্তরার জসীম উদ্দিন এলাকার একটি বাসাতে দারোয়ানের কাজ করে। তার গ্রামের বাড়ি বরিশালে।
এই বিষয়ে র্যাব ১ এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহম্মেদ বলেন, চট্টগ্রাম থেকে আলমগীর নামে এক ব্যক্তি পার্সেলটি পাঠিয়েছে আল আমিনের কাছে। যদিও আলমগীরের নাম ঠিকানা ভুয়া ছিল।
আল-আমিন ইয়াবার চালানটি সংগ্রহ করে ঢাকায় জালাল নামে এক ব্যক্তির কাছে সরবরাহ করার কথা ছিল। আমরা সেই জালালকেও আটকের জন্য চেষ্টা করছি।