আগামী বছর থেকে ধূমপায়ী ও মাদকসেবী শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এক গণমুখী সেমিনারে তিনি এ কথা বলেন।
বিশ্ব হার্ট দিবস-২০১৫ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছিল।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ধূমপান অথবা মাদকসেবন করে কিনা এটা যাচাই করতে ভর্তির আগে পৃথকভাবে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী যত ভালো ফলাফলই করুন না কেন, যদি কোনো ভর্তিচ্ছু ধূমপায়ী কিংবা মাদকসেবনকারী হয়ে থাকেন তাহলে তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না।’