হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)-র সঙ্গে দু’টি সংবাদপত্র মিলে পানামা পেপারের আরও প্রায় ১২ লাখ তথ্য ফাঁস করেছে।
দ্বিতীয় দফায় ফাঁস করা বৃহস্পতিবারের সেই তালিকাতে উঠে এসেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রিওসহ দেশটির তারকা ফুটবলার মেসির নাম।
পানামা পেপারসের নতুন তালিকা মেসিকে ‘ছোট সম্রাট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, পানামা পেপারসের প্রথম তালিকাতেও ছিল মেসির নাম। তবে তার অবৈধ লেনদেন ও কর ফাঁকির কথা অস্বীকার করেন মেসি।
ব্যর্থতার ঘোর অমানিশায় যখন আর্জেন্টাইন শিবির কুপোকাত তখনি তাদের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় মেসির নাম উঠে আসলো পানামা পেপারসে।
জয় তুলে নিতে ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। দ্বিতীয় রাউন্ড অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে টিম আর্জেন্টিনার। আর এরইমধ্যে আরেকটি ধাক্কা খেলেন মেসি।