ময়মনসিংহে বিদ্যুতের ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ অঞ্চলে পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ অবৈধ লাইনের ছড়াছড়ি। বাঁশের খুঁটিতে তার ঝুলিয়ে ঝুঁকি-পূর্ণভাবে সংযোগ নেয়া এসব বিদ্যুতের লাইনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের লোকজনের সহায়তায় অবৈধ সংযোগের রমরমা ব্যবসা চলেও কোনো প্রতিকার নেই। তবে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দ্রুত এসব অবৈধ ঝুঁকিপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

ময়মনসিংহের গ্রামাঞ্চলে বাঁশের খুঁটিতে তার ঝুলিয়ে মাইলের পর মাইল ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রমরমা ব্যবসা করছে কিছু অসাধু পল্লী বিদ্যুতের গ্রাহক। দিনের পর দিন ধর্না দিয়েও সংযোগ না পেয়ে অবৈধভাবে এসব সংযোগ নিচ্ছেন গ্রামের মানুষেরা। অভিযোগ আছে, এতে সহায়তা করছে খোদ পল্লী বিদ্যুতেরই কিছু অসাধু কর্মী।

বাঁশের  খুঁটিতে টানা বিদ্যুতের তার সামান্য ঝড় বৃষ্টিতেই ছিঁড়ে পড়ে যায়। এতে প্রায়ই ঘটছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা। এ অবস্থায় অবিলম্বে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দ্রুত এসব অবৈধ ঝুঁকিপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হবে পাশাপাশি পল্লী বিদ্যুতের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের এবং ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট উপজেলায় পিডিবির বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংখ্যা বেশী।

সূত্র: সময় টিভি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর