বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের শিশুখাদ্য, কসমেটিক্সসহ কৃষিপণ্যের নকল মোড়ক প্রস্তুত করে বাজারজাত করার দায়ে ১৪টি প্রতিষ্ঠানকে ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাজধানীর আরমানিটোলা এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০ এ অভিযান চালায়।
সারওয়ার আলম জানান, বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের শিশুখাদ্য, কসমেটিক্স ও কৃষিপণ্যের নকল প্যাকেজিং করে আসছিল প্রতিষ্ঠানগুলো। তারপর সেসব নকল প্যাকেটগুলো যার যার চাহিদা অনুযায়ী ক্রেতাদের সরবরাহ করা হতো। দু’টি দোকানে গিয়ে মেয়াদোত্তীর্ণ চিপস নকল চিপসের প্যাকেটে ভরে বিক্রি করতে দেখা গেছে।
এসব অপরাধে ১৪টি প্রতিষ্ঠানকে ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রায় দুই কোটি টাকা মূল্যের নকল প্যাকেজিং পণ্য জব্দ করা হয়েছে বলে তিনি জানান।