র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক ও গুরুত্বপূর্ণ হাটগুলোতে র্যাবের টহল টিম থাকবে।’
রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে রবিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘গরু বেচাকেনার জন্য ব্যাংক ও হাটে সবচেয়ে বেশি লেনদেন হয়। এ জন্য এই স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ হাটগুলোতে র্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।’