ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাথা গোঁজার ঠাঁই পেলেন মুয়াজ্জিন সিরাজ উদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে পৌর এলাকার ভুরঘাটা মহল্লার পশ্চিমপাড়া মসজিদের মুয়াজ্জিন মাওলানা সিরাজ উদ্দিন (৭০) মাথা গোঁজার ঠাই পেয়েছেন। শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এবং থানার ওসি শাহিদ মাহমুদ খান যৌথভাবে আর্থিক সহায়তা দিয়ে বৃদ্ধ সিরাজ উদ্দিনকে টিন দিয়ে দুটি ঘর তৈরি করে দিয়েছেন। এছাড়াও বাড়ির পুরো সীমানা টিনের বেড়া দিয়ে প্রাচীর নির্মাণ করে দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজ উদ্দিনের হাতে সেই ঘরের চাবি হস্তান্তর করেন মেয়র তৌহিদুর রহমান মানিক ও পুলিশ কর্মকর্তা শাহিদ মাহমুদ খান। গতকাল থেকেই সিরাজ উদ্দিন তার স্ত্রী তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে সেই টিনের বাড়িতে বসবাস শুরু করেন।

ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন, স্থানীয় ব্যবসায়ী হাফিজার রহমান, পৌর কাউন্সিলর আবু সাইদ সরদার, সাইফুল ইসলাম, মোমিনুল ইসলাম, হারুনুর রশিদ, যুবলীগ নেতা তাহেরুল ইসলাম প্রমুখ।

স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ সরদার জানান, মাওলানা সিরাজ দীর্ঘদিন ধরে ভুরঘাটা মহল্লার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার নিজের কোনো জমি, বাড়ি-ঘর কিছুই ছিল না। ছোট্ট একটি খড়ের ঝুপড়ি ঘরে স্বপরিবারে বসবাস করতেন। সামান্য বৃষ্টি হলেই সেই ঝুপড়ি ঘরে পানি পড়তো। রাতের ঘুম হারাম হয়ে যেত। এই বৃদ্ধ বয়সে এতো কষ্ট আর সইতে পারছিলেন না। বৃদ্ধ হবার কারণে কোনো কাজকর্মও করতে পারতেন না। গ্রামের লোকজনদের বেশ কয়েক বার বলেও কোনো লাভ হয়নি। তাই বিষয়টি পৌর মেয়র তৌহিদুর রহমান মানিককে জানানো হয়। কিন্তু পৌরসভায় সেরকম তহবিল না থাকায় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। পরে মেয়র ব্যক্তিগত চেষ্টা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খানের যৌথ প্রচেষ্টায় ঘরটি নির্মাণ করে দেন।

সিরাজ উদ্দিন মাথা গোঁজার নতুন ঠাঁই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তিনি অশ্রুসিক্ত কন্ঠে বলেন, শেষ বয়সে এসে যে মাথা গোঁজার একটু ঠাঁই পাবো তা জীবনেও ভাবতে পারিনি। ছেলে-মেয়ে নিয়ে বৃষ্টিতে অনেক কষ্ট করেছি। এতদিন পর আল্লাহ পাক মুখ তুলে চেয়েছেন। এজন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, মাহে রমজান শুরুর আগের দিন আশ্রয়হীন এক বান্দাকে তার মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঘর দিতে পেরে আমি আনন্দিত। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, গৃহহীন মানুষ বৃদ্ধ সিরাজ উদ্দিনকে স্বপরিবারে মাথা গোঁজার ঠাই করে দেবার কাজে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

উল্লেখ্য, এর আগে মেয়র নিজের ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার অর্জুনপুর মহল্লার স্বামী পরিত্যক্ত নারী অলেফা বেগমকে একটি টিনের ঘর নির্মাণ করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাথা গোঁজার ঠাঁই পেলেন মুয়াজ্জিন সিরাজ উদ্দিন

আপডেট টাইম : ০২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে পৌর এলাকার ভুরঘাটা মহল্লার পশ্চিমপাড়া মসজিদের মুয়াজ্জিন মাওলানা সিরাজ উদ্দিন (৭০) মাথা গোঁজার ঠাই পেয়েছেন। শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এবং থানার ওসি শাহিদ মাহমুদ খান যৌথভাবে আর্থিক সহায়তা দিয়ে বৃদ্ধ সিরাজ উদ্দিনকে টিন দিয়ে দুটি ঘর তৈরি করে দিয়েছেন। এছাড়াও বাড়ির পুরো সীমানা টিনের বেড়া দিয়ে প্রাচীর নির্মাণ করে দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজ উদ্দিনের হাতে সেই ঘরের চাবি হস্তান্তর করেন মেয়র তৌহিদুর রহমান মানিক ও পুলিশ কর্মকর্তা শাহিদ মাহমুদ খান। গতকাল থেকেই সিরাজ উদ্দিন তার স্ত্রী তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে সেই টিনের বাড়িতে বসবাস শুরু করেন।

ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন, স্থানীয় ব্যবসায়ী হাফিজার রহমান, পৌর কাউন্সিলর আবু সাইদ সরদার, সাইফুল ইসলাম, মোমিনুল ইসলাম, হারুনুর রশিদ, যুবলীগ নেতা তাহেরুল ইসলাম প্রমুখ।

স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ সরদার জানান, মাওলানা সিরাজ দীর্ঘদিন ধরে ভুরঘাটা মহল্লার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার নিজের কোনো জমি, বাড়ি-ঘর কিছুই ছিল না। ছোট্ট একটি খড়ের ঝুপড়ি ঘরে স্বপরিবারে বসবাস করতেন। সামান্য বৃষ্টি হলেই সেই ঝুপড়ি ঘরে পানি পড়তো। রাতের ঘুম হারাম হয়ে যেত। এই বৃদ্ধ বয়সে এতো কষ্ট আর সইতে পারছিলেন না। বৃদ্ধ হবার কারণে কোনো কাজকর্মও করতে পারতেন না। গ্রামের লোকজনদের বেশ কয়েক বার বলেও কোনো লাভ হয়নি। তাই বিষয়টি পৌর মেয়র তৌহিদুর রহমান মানিককে জানানো হয়। কিন্তু পৌরসভায় সেরকম তহবিল না থাকায় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। পরে মেয়র ব্যক্তিগত চেষ্টা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খানের যৌথ প্রচেষ্টায় ঘরটি নির্মাণ করে দেন।

সিরাজ উদ্দিন মাথা গোঁজার নতুন ঠাঁই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তিনি অশ্রুসিক্ত কন্ঠে বলেন, শেষ বয়সে এসে যে মাথা গোঁজার একটু ঠাঁই পাবো তা জীবনেও ভাবতে পারিনি। ছেলে-মেয়ে নিয়ে বৃষ্টিতে অনেক কষ্ট করেছি। এতদিন পর আল্লাহ পাক মুখ তুলে চেয়েছেন। এজন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, মাহে রমজান শুরুর আগের দিন আশ্রয়হীন এক বান্দাকে তার মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঘর দিতে পেরে আমি আনন্দিত। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, গৃহহীন মানুষ বৃদ্ধ সিরাজ উদ্দিনকে স্বপরিবারে মাথা গোঁজার ঠাই করে দেবার কাজে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

উল্লেখ্য, এর আগে মেয়র নিজের ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার অর্জুনপুর মহল্লার স্বামী পরিত্যক্ত নারী অলেফা বেগমকে একটি টিনের ঘর নির্মাণ করে দেন।