মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রশ্নফাঁসের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অন্যান্য বারের মতো এবারও একটি চক্র প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেছিল। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ব্যর্থ হয়েছে চক্রটি।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের কেন্দ্র পরিদর্শনে এগিয়ে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, পরীক্ষায় যারা মেধাবী তারাই উত্তীর্ণ হয়ে মেডিকেলে ভর্তি হবেন।
এর আগে সকাল ১০টায় দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টাব্যাপী পরীক্ষা চলে সকাল ১১টা পর্যন্ত।
এবার ৮৪ হাজার ৭৮৪ জন ভর্তিচ্ছু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।সরকারি ২২টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪টি আসন রয়েছে।
সংবাদ শিরোনাম
ব্যর্থ হয়েছে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা
- Reporter Name
- আপডেট টাইম : ১২:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
- ৩১৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ