ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের বিভিন্ন হাওর উপজেলার বিদ্যুতে সংযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ পেয়ে এলাকার মানুষ মহাখুশি। ঘরে ঘরে বিদ্যুতের আলো দেখে গ্রামের শিশু-কিশোর বৃদ্ধরাও আনন্দে ভাসছেন। বিশেষ করে হাওরের মানুষ একসময় তাদের ঘরে বিদ্যুতের সংযোগ পাবেন- এমন কথা চিন্তা করতেও পারতেন না।

কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গত তিন মাসে সারা জেলায় আড়াই সহস্ট্রাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে হাওর এলাকার চারটি উপজেলায় দুই হাজার পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

মিঠামইনের ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ মিঠামইন উপজেলার প্রত্যন্ত উড়িয়ন্দ গ্রামে ২৫০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ওই গ্রামে এ সংযোগের ফলে গ্রামের কৃষকরা এখন বিদ্যুতের সাহায্যে বোরো ধান ক্ষেতে সেচ দিতে পারছেন। এর আগের দিন উপজেলার ঢাকী ইউনিয়নের কোলাহানী গ্রামের ২২৫টি পরিবার বিদ্যুুতর আলোয় আলোকিত হয়েছে। এর আগে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে আরও এক হাজার ৬০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফ কামালের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুস শাহিদ ভূঁইয়া, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মনির উদ্দিন মজুমদার, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব প্রমুখ।

ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বলেন, গত এক বছরে জেলার গোটা হাওরে পাঁচ হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। এলাকার সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের চেষ্টা ও আন্তরিকতা এ ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। হাওরের অধিকাংশ এলাকায় এখন বিদ্যুতের সাহায্যে সেচ মেশিন চলছে।

এলাকার সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, হাওরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তারই আন্তরিকতা ও আমাদের চেষ্টায় হাওর এলাকার মানুষ বিদ্যুৎ সংযোগ পাচ্ছে।

এদিকে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা ও ছোটআজলদী গ্রামে রোববার ৩৫০ পরিবারে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। তিনি বিদ্যুতের সুইচ টিপে নতুন এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারান্দী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবদুল্লা আল মামুন প্রমুখ।

সূত্র: সমকাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কিশোরগঞ্জের বিভিন্ন হাওর উপজেলার বিদ্যুতে সংযোগ

আপডেট টাইম : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ পেয়ে এলাকার মানুষ মহাখুশি। ঘরে ঘরে বিদ্যুতের আলো দেখে গ্রামের শিশু-কিশোর বৃদ্ধরাও আনন্দে ভাসছেন। বিশেষ করে হাওরের মানুষ একসময় তাদের ঘরে বিদ্যুতের সংযোগ পাবেন- এমন কথা চিন্তা করতেও পারতেন না।

কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গত তিন মাসে সারা জেলায় আড়াই সহস্ট্রাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে হাওর এলাকার চারটি উপজেলায় দুই হাজার পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

মিঠামইনের ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ মিঠামইন উপজেলার প্রত্যন্ত উড়িয়ন্দ গ্রামে ২৫০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ওই গ্রামে এ সংযোগের ফলে গ্রামের কৃষকরা এখন বিদ্যুতের সাহায্যে বোরো ধান ক্ষেতে সেচ দিতে পারছেন। এর আগের দিন উপজেলার ঢাকী ইউনিয়নের কোলাহানী গ্রামের ২২৫টি পরিবার বিদ্যুুতর আলোয় আলোকিত হয়েছে। এর আগে ইটনা ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে আরও এক হাজার ৬০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফ কামালের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুস শাহিদ ভূঁইয়া, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মনির উদ্দিন মজুমদার, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব প্রমুখ।

ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বলেন, গত এক বছরে জেলার গোটা হাওরে পাঁচ হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। এলাকার সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের চেষ্টা ও আন্তরিকতা এ ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। হাওরের অধিকাংশ এলাকায় এখন বিদ্যুতের সাহায্যে সেচ মেশিন চলছে।

এলাকার সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, হাওরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তারই আন্তরিকতা ও আমাদের চেষ্টায় হাওর এলাকার মানুষ বিদ্যুৎ সংযোগ পাচ্ছে।

এদিকে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা ও ছোটআজলদী গ্রামে রোববার ৩৫০ পরিবারে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। তিনি বিদ্যুতের সুইচ টিপে নতুন এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারান্দী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবদুল্লা আল মামুন প্রমুখ।

সূত্র: সমকাল