নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমাদের দেশের মানুষের মাঝে ইনকাম ট্যাক্সের একটি ভয় আছে। আমি সানজিদা খাতুনের কাছে ক্ষমা চেয়ে বলছি, আপনারা সবাই স্বচ্ছ না। আইনজীবীদের কাছে বলছি, আইনজীবীরাও সবাই স্বচ্ছ না। কিছু সংখ্যক আইনজীবীরা আমাদের সঠিক রাস্তা দেখান না। ওনারা এমন একটা ফাঁক রেখে দেয়ার চেষ্টা করেন। যাতে ভবিষ্যতে বলতে পারেন এ ফাঁকটা বন্ধ করতে বেশি টাকা লাগবে। আর যারা নেন তারা একটা ফাঁক রেখে দেন যাতে ভবিষ্যতে ঘাড়ে চেপে দিতে পারেন।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার সানজিদা খাতুনের সভাপতিত্বে কর মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ ক্লাবের মিলনায়তনে ৪ দিনব্যাপী আয়কর মেলা ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ১০জন করদাতাকে সম্মাননা পদক প্রদান করেছে কর কমিশন।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী কাসেম জামাল, বিকেএমইএর সহ সভাপতি জিএম ফারুক প্রমুখ।
সেরা করদাতা সম্মাননা প্রাপ্তরা হলেন মো. শফিকুল ইসলাম, জাহাঙ্গীর সিকদার, খবির উদ্দিন মোল্লা, মোল্লা মো. মজনু, মো. মিজানুর রহমান মোল্লা, শ্রীদাম চন্দ্র পাল, শরীফ সারোয়ার, মো. আসাদুল ইসলাম, হাসান আহমেদ, এমএ বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেন, আমাদের দেশে ছোট ব্যবসায়ীরাই ট্যাক্সের জালে পড়ে বেশি। কিন্তু বড় ব্যবসায়ীরা সে তুলনায় অনেক কম পড়েন। গ্রামীণ ফোনের মত বড় বড় প্রতিষ্ঠানগুলো দেশের আয়কর ঠিক মতো দিতে চায় না। তাহলে কিভাবে দেশে উন্নয়ন হবে।