হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে নয় অবৈধ দখলদার দোকানিকে উচ্ছেদসহ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ উচ্ছেদসহ অর্থদন্ড দেন। এসময় উপস্থিত ছিলেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন ও পেশকার মো. সাইদুর রহমান।
উচ্ছেদ ও অর্থদন্ডপ্রাপ্ত দোকানিরা হলেন-জেলা শহরের হাসপাতালের বটতলা এলাকার রিপন, কালীবাড়ি মোড়ের দিপু ও দিনু, ইসলামিয়া সুপার মার্কেটের সামনের সাগর, রূপক ও মুনসুর, পুরানথানার লিটন, শহরতলীর মারিয়া এলাকার নুর মোহাম্মদ ও রকিবুল।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, জেলা শহরের আখড়া বাজার, হাসপাতালের বটতলা, কালীবাড়ি মোড়, ইসলামিয়া সুপার মার্কেটের সামনে, পুরানথানা, বড় বাজার ব্রীজ ও শহরতলীর মারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ওইসব এলাকার ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় ৯ দোকানিকে উচ্ছেদসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনদুভোর্গ লাগবে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।
এদিকে শহরতলীর মারিয়া বাজারের পাঁচ দোকানি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন একই ভ্রাম্যমাণ আদালত।