সবাই ভেবেছিল ম্যানহোলের ঢাকনা। তাই কেউ মাথাও ঘামায়নি। মঙ্গলবার সেই ঢাকনা সরাতেই চোখ কপালে! ভয়ানক সুড়ঙ্গ চলে গেছে অনেক দূর। সম্ভবত গঙ্গার নিচ দিয়ে সোজা হাওড়া।
হ্যাঁ, কলকাতার রেড রোডে মিলল এমনই একটি প্রাচীন সুড়ঙ্গের হদিস। খবর : টাইমস অব ইন্ডিয়ার
এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সুড়ঙ্গটির খোঁজ পায় পৌরসভার কর্মীরা। খবর দেয়া হয় দমকলকে। সুড়ঙ্গের রহস্য উদ্ঘাটন করতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও সেনা।
পুলিশের প্রাথমিক ধারণা, সুড়ঙ্গটি ২০ ফুট লম্বা। তবে সুড়ঙ্গের দৈর্ঘ্য ঠিক কত তা এখনই বলা যাচ্ছে না। সেনাকর্মীরা সুড়ঙ্গে নেমে রহস্য সমাধানের চেষ্টা করছেন।
পুলিশের একাংশের দাবি, ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল ওই সুড়ঙ্গ। গঙ্গার নিচ দিয়ে হাওড়া পর্যন্ত গিয়েছে। তারপর দীর্ঘদিন ব্যবহার করা হয়নি। আবার নাশকতার জন্য ওই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে কিনা সে আশঙ্কাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দা পুলিশ।