ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজ ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৭ বার

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী ফুল উৎসব শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উদ্বোধন করা হবে। তৃতীয়বারের মতো ফুল উৎসবের এই আয়োজনে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে এখন সৌরভ ছড়াচ্ছে নানা রঙের ফুল।

উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ। উৎসবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ফুলের স্বর্গরাজ্য। এবারের উৎসবে থাকছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজনসহ নানা আয়োজন। দর্শকপ্রিয় করতে এই বাগান সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে। ডিসি পার্কের এ ফুল উৎসব দেখতে চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমীদের সমাগম ঘটে এখানে। গতবছর এখানে প্রায় ১০ লাখ দর্শণার্থীর সমাগম ঘটে। এবার ১২ লাখ ফুলপ্রেমীর সমাগমের আশা করছি।

তিনি বলেন, এবারের উৎসবে থাকছে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ, মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, বই মেলা, পুতুল নাচ, গ্রামীণ মেলা, লেজার লাইট শো, ভায়োরিন শো, মুভি শো, জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার ও পাবলিক টয়লেট। পিঠাপুলি উৎসব। এছাড়াও থাকছে চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শণার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, আয়োজনে রাখা হয়েছে ঘুড়ি উৎসব ও নৌকাবাইস। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন আয়োজন। দেশি–বিদেশি নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে চট্টগ্রামের ডিসি পার্ক। সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা ১৩৬ প্রজাতির ফুলের এ বাগান থেকে ছড়িয়ে পড়ছে সৌরভ।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, মানুষের উৎসাহ দেখে এ বছর বৃহৎ পরিসরে মাসব্যাপী ফুল উৎসব শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি এবারের উৎসবে ১২ লাখ দর্শনার্থীর সমাগম হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল উৎসব উদ্বোধন করবেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজ ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব উদ্বোধন

আপডেট টাইম : ১১:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী ফুল উৎসব শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উদ্বোধন করা হবে। তৃতীয়বারের মতো ফুল উৎসবের এই আয়োজনে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে এখন সৌরভ ছড়াচ্ছে নানা রঙের ফুল।

উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ। উৎসবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ফুলের স্বর্গরাজ্য। এবারের উৎসবে থাকছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজনসহ নানা আয়োজন। দর্শকপ্রিয় করতে এই বাগান সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে। ডিসি পার্কের এ ফুল উৎসব দেখতে চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমীদের সমাগম ঘটে এখানে। গতবছর এখানে প্রায় ১০ লাখ দর্শণার্থীর সমাগম ঘটে। এবার ১২ লাখ ফুলপ্রেমীর সমাগমের আশা করছি।

তিনি বলেন, এবারের উৎসবে থাকছে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ, মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, বই মেলা, পুতুল নাচ, গ্রামীণ মেলা, লেজার লাইট শো, ভায়োরিন শো, মুভি শো, জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার ও পাবলিক টয়লেট। পিঠাপুলি উৎসব। এছাড়াও থাকছে চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শণার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, আয়োজনে রাখা হয়েছে ঘুড়ি উৎসব ও নৌকাবাইস। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন আয়োজন। দেশি–বিদেশি নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে চট্টগ্রামের ডিসি পার্ক। সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা ১৩৬ প্রজাতির ফুলের এ বাগান থেকে ছড়িয়ে পড়ছে সৌরভ।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, মানুষের উৎসাহ দেখে এ বছর বৃহৎ পরিসরে মাসব্যাপী ফুল উৎসব শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি এবারের উৎসবে ১২ লাখ দর্শনার্থীর সমাগম হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল উৎসব উদ্বোধন করবেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।