ঢালিউডের জনপ্রিয় জুটি শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘দানব’। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমাটির শুটিং। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে।
নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় রাজ-মিম জুটিকে দর্শকরা পর্দায় দারুণভাবে গ্রহণ করেছিলেন। এই জুটিকে আপত্তি তুলেছিলেন পরীমণি। এ নিয়ে মিম ও পরীর মধ্যে দূরত্বও তৈরি হয়। দীর্ঘ বিরতির পর তারা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।