ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড। এদিকে বর্ষবরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন তারা। আর সে থেকেই তাদের সম্পর্ক নিয়ে এবার নতুন সমীকরণ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
২০০৭ সালে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়। চার বছর পর নায়িকার কোলে আসে আরাধ্যা। আর বিবাহবিচ্ছেদের গুঞ্জনে বলিউড তোলপাড় হয়ে ওঠে গত বছর থেকে।
সে বছরের প্রায় পুরোটা সময়ই অভিষেক-ঐশ্বরিয়াকে তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে আলাদাভাবে অবস্থান নিয়েছেন তারা। এরপর থেকেই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।
গত বছর সামাজিক মাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক করেন অভিষেক। তারপরে আবার নেটিজেনদের একাংশ ঐশ্বরিয়ার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেন।
তবে শনিবার ইন্টারনেটে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া। তাদের পেছনে রয়েছেন অভিষেক। বেরিয়ে আসার পর অভিষেককে ঐশ্বরিয়ার জন্য গাড়ির দরজা খুলতেও দেখা যায়। তারপর গাড়ির সামনের আসনে গিয়ে বসেন অভিষেক।
অভিষেক এবং ঐশ্বরিয়ার এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাফ ছেড়েছেন দম্পতির অনুরাগীরা। তাদের একাংশের মতে, একসঙ্গে ঘুরতে যাওয়ার অর্থ, সম্পর্ক জোড়া লাগছে। কোনও সমস্যা থাকলে নিশ্চয়ই তারা একসঙ্গে নববর্ষ উদ্যাপন করতেন না।