বেশ কয়েক দিন থেকে ঢাকার কেরানীগঞ্জসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অসহায় ও হতদরিদ্র দেড় শতাধিক শীতার্ত মানুষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সঙ্গে ছিলেন, উপজেলা ভূমি অফিস কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন।
অসহায় ও হতদরিদ্র মানুষেরা কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘তীব্রশীত ও কনকনে ঠাণ্ডায় যখন কাহিল এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গরম কাপড় বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র সকলের কাছে সরকারি উদ্যোগে শীত নিবারণে কম্বল পৌঁছে দেয়া হবে।