হাওর বার্তা ডেস্কঃ হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার কর্মকৌশল প্রণয়নে আজ রোববার সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘হাওর সম্মেলন-২০১৮’।
জেলার শান্তিগঞ্জে এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান। সম্মেলনে সভাপতিত্ব করবেন পিকেএসএফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
এতে আরও অংশ নেবেন সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুন নাহার বেগম, মোয়াজ্জেম হোসেন রতন, ড. জয়া সেনগুপ্তা, পীর ফজলুর রহমান, মুহিবুর রহমান মানিক এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিম।