হাওর বার্তা ডেস্কঃ অকাল বন্যার পানি ঢুকে বোরো ফসলহানির আশংকায় সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার দেখার হাওরের ৬টি খালের মুখ বন্ধ করার দাবি উঠেছে। যেসব খালের মুখ বন্ধ করার দাবি উঠেছে সেগুলো হল, বড়কাপন-দোয়ারাবাজার ভায়া শ্রীপুর রাস্তায় কপলা সেতুর কচুয়া নদীর মুখ, উষাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সেতু , রাজাখালী সেতু, আমির খাঁ সেতু, ইনাইখালী সেতু ও শ্রীপুর বাজার সংলগ্ন আফছার নগর ঢালার মুখ।
এসব সেতু ও খালের মুখ বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। এলাকাবাসীর পক্ষে গত ৬ মার্চ চিঠি দিয়ে জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি।
গতকাল বুধবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের খবর কার্যালয়ে এসে পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জানান, ওই ৬টি খাল দিয়ে দেখার হাওরে পানি ঢুকার আশংকা রয়েছে। আমি উপজেলা কমিটিকে অনুরোধ করেছি, উপজেলা সমন্বয় সভায় আলোচনা করেছি।
এলাকাবাসীর পক্ষে চিঠি দিয়ে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানিয়েছি। এসব খালের মুখ বন্ধ করতে কি পদক্ষেপ নেয়া হবে তা জানি না। এ ব্যাপারে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন,‘দেখার হাওরের আওতাধীন ৬টি খালের মুখ বন্ধ করার বিষয়ে চিঠি পাওয়ার পর সেগুলো উপজেলা কমিটিতে পাঠানো হয়েছিল। উপজেলা কমিটি থেকে এসব খালের মুখ বন্ধ করার বিষয়ে সুপারিশ পাওয়া যায় নি।