ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহকে বিভাগ করায় কিশোরগঞ্জে স্বস্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • ২১৪ বার

কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের নীতিগত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ অনুমোদন দেয়ায় কিশোরগঞ্জবাসী স্বস্তি প্রকাশ করেছেন। সোমবার মন্ত্রিপরিষদের সভায় বিষয়টি অনুমোদন পাওয়ার খবরে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম। ‘ঢাকায় আছি ঢাকায় থাকবো, ময়মনসিংহে যাবো না’ এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি ময়মনসিংহ বিভাগের সাথে কিশোরগঞ্জকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিল। দুপুরে শহরের চন্দ্রাবতী ক্যাফে’তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়কারী এনায়েত করিম অমি। এ সময় কিশোরগঞ্জ সম্মিলিত অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক শফিক আদনান, যুগ্মআহ্বায়ক সুকান্ত সাহা খোকা, সদস্য সচিব বিজয় রায় খোকা, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, নারীনেত্রী বিলকিস বেগম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত উদ্দিন আহমদ বচন প্রমুখসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে মন্ত্রিপরিষদের বৈঠকে ময়মনসিংহকে নতুন বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিশোরগঞ্জবাসী যুক্তিসংগত কারণেই কিশোরগঞ্জ জেলাকে রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন করে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগের সাথে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল। সরকারের এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্যে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম-এর ব্যানারে সংবাদ সম্মেলন করে নিয়মতান্ত্রিক পন্থায় বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, গণসংযোগ, সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ অব্যাহত বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিল। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ই সেপ্টেম্বর জাতীয় সংসদের ভাষণে কিশোরগঞ্জ জেলাকে রাজধানী ঢাকা বিভাগের সঙ্গে রেখেই ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের ঘোষণা দেন। পরবর্তিতে সোমবার মন্ত্রিপরিষদের সভায় কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের নীতিগত সিন্তান্ত অনুমোদন দেয়া হয়েছে। কিশোরগঞ্জবাসীর আবেগ-অনুভুতিকে প্রধানমন্ত্রী যেভাবে মূল্যায়ন করলেন, তাতে কিশোরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হয়ে রইল। লিখিত বক্তব্যে একই সঙ্গে দেড়শ’ বছরের প্রাচীন কিশোরগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন ঘটিয়ে একে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ময়মনসিংহকে বিভাগ করায় কিশোরগঞ্জে স্বস্তি

আপডেট টাইম : ০৯:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫

কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের নীতিগত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ অনুমোদন দেয়ায় কিশোরগঞ্জবাসী স্বস্তি প্রকাশ করেছেন। সোমবার মন্ত্রিপরিষদের সভায় বিষয়টি অনুমোদন পাওয়ার খবরে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম। ‘ঢাকায় আছি ঢাকায় থাকবো, ময়মনসিংহে যাবো না’ এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি ময়মনসিংহ বিভাগের সাথে কিশোরগঞ্জকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিল। দুপুরে শহরের চন্দ্রাবতী ক্যাফে’তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়কারী এনায়েত করিম অমি। এ সময় কিশোরগঞ্জ সম্মিলিত অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক শফিক আদনান, যুগ্মআহ্বায়ক সুকান্ত সাহা খোকা, সদস্য সচিব বিজয় রায় খোকা, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, নারীনেত্রী বিলকিস বেগম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত উদ্দিন আহমদ বচন প্রমুখসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে মন্ত্রিপরিষদের বৈঠকে ময়মনসিংহকে নতুন বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিশোরগঞ্জবাসী যুক্তিসংগত কারণেই কিশোরগঞ্জ জেলাকে রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন করে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগের সাথে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল। সরকারের এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্যে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম-এর ব্যানারে সংবাদ সম্মেলন করে নিয়মতান্ত্রিক পন্থায় বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, গণসংযোগ, সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ অব্যাহত বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিল। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ই সেপ্টেম্বর জাতীয় সংসদের ভাষণে কিশোরগঞ্জ জেলাকে রাজধানী ঢাকা বিভাগের সঙ্গে রেখেই ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের ঘোষণা দেন। পরবর্তিতে সোমবার মন্ত্রিপরিষদের সভায় কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের নীতিগত সিন্তান্ত অনুমোদন দেয়া হয়েছে। কিশোরগঞ্জবাসীর আবেগ-অনুভুতিকে প্রধানমন্ত্রী যেভাবে মূল্যায়ন করলেন, তাতে কিশোরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হয়ে রইল। লিখিত বক্তব্যে একই সঙ্গে দেড়শ’ বছরের প্রাচীন কিশোরগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন ঘটিয়ে একে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।