হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ সুনামগঞ্জে ডাবর ব্রিজ সংলগ্ন বাঁধের কাজে ব্যপক অনিয়ম দেখা গেছে। বাঁধে মাটি ফেলা, স্লোপ তৈরি, দুরমুজসহ ড্রেসিং এর কাজ কিছুই শেষ হয়নি। ফেব্রুয়ারি মাসের শেষ তারিখে সকল কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজটি চলতি মাসের ভিতরে শেষ হবে কি না তাতেও সংশয় দেখা দিয়েছে। যদি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পার্শবর্তী এ বাঁধ ভাঙ্গে তাহলে দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার শস্য ভান্ডারখ্যাত দেখার হাওরের ধান পানিতে তলিয়ে যেতে পারে।
ডাবর ব্রিজের মুখ থেকে জলিলপুর হয়ে ইনাতনগর মৎস খামার পর্যন্ত ২০ নং পিআইসির সভাপতি পশ্চিম পাগলা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সদস্য আলী আহমদ। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার পর্যন্ত ওই বাঁধে ৫০ ভাগের বেশি কাজ হয়নি। বাঁধের মাটি ভরাটের প্রায় অর্ধেক কাজ বাকী। যে অংশ মাটি ভরাট হয়েছে সেখানেও নির্ধারিত পরিমাণে স্লোভ রাখা হয়নি, ড্রেসিং-এর কাজ অধিকাংশই বাকী।
তবে পিআইসির দায়িত্বশীলরা বাঁধের কাজে কোনো অনিয়ম নেই বলে দাবী করেন । পিআইসি সাধারণ সম্পাদক তেরাব আলী এ প্রতিবেদককে বলেন, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। সবাই দেখে গেছেন। বাঁধের বাকী কাজ এখনো কেন শেষ হয় নি-এমন প্রশ্নে কোনো সুষ্ঠু উত্তর তিনি দেননি। বরং প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
এই পিআইসির সভাপতি আলী আহমদ বলেন, আমরা কাজ করছি। আশা করছি আগামী ১০ দিনের মাথায় কাজটি শেষ করতে পারবো। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, ‘আমরা সবার কাছ থেকেই কাজ উদ্ধার করবো। সম্পূর্ণ কাজ না বুঝিয়ে সম্পূর্ণ বিল একজন মানুষও পাবে না। আমরা এ ব্যপারে যথেষ্ট সজাগ আছি।