ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা পুরুষ নয় মেয়ে : দুদু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৪৪ বার

বিএনপি স্থায়ী কমিটির প্রতিটি সদস্য পুরুষ নয় মেয়ে বলে কটাক্ষ করলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া দলের স্থায়ী কমিটির প্রতিটি সদস্যের কর্মকাণ্ড মেয়েদের মতো। তাদের কথা ও কাজ মেয়েদের মতো। বিএনপিতে খালেদা জিয়াই একমাত্র পুরুষ। স্থায়ী কমিটির সদস্যদের মেয়ে বললে ভুল হবে না।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গঠনতন্ত্র বিষয়ক নারী ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাসুজ্জামান দুদু বলেন, ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া তিন মাস গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। কিন্তু দলের স্থায়ী কমিটির কোনো সদস্যই ম্যাডামের পাশে দাঁড়াননি। তারা দলের সব সিদ্ধান্ত ম্যাডামের ওপর চাপিয়ে দিয়েছিলেন। তারা নিজ উদ্যোগে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

তিনি বলেন, দলের সব সিদ্ধান্ত ম্যাডারের ওপর চাপিয়ে দেবেন না। নিজেরাও দলের জন্য সিদ্ধান্ত নিন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে দুদু বলেন, শেখ হাসিনা সেনাবাহিনী, বিদেশি মহল ও ব্যবসায়ীদের সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন। তিনি ষড়যন্ত্র ভালো বুঝেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী হয়েছিলেন। শেখ হাসিনার মতো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেননি তিনি। খালেদা জিয়ার রাজনীতি নারী-পুরুষের জন্য অনুকরণীয়।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, কমিটি গঠনে খালেদা জিয়াকে দায়ী করবেন না। দলের যে জায়গায় যিনি আছেন সে জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের কমিটি ও সাংগঠনিক কাজ দলের নেতাদেরই করতে হবে।

বিএনপির এই নেতা জানান, আগামী ডিসেম্বরে কৃষক দলের কাউন্সিল। এ জন্য সম্মেলন করে প্রস্তুতি নিতে হবে।

গঠনতন্ত্র বিষয়ক নারী ও যুব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা পুরুষ নয় মেয়ে : দুদু

আপডেট টাইম : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বিএনপি স্থায়ী কমিটির প্রতিটি সদস্য পুরুষ নয় মেয়ে বলে কটাক্ষ করলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া দলের স্থায়ী কমিটির প্রতিটি সদস্যের কর্মকাণ্ড মেয়েদের মতো। তাদের কথা ও কাজ মেয়েদের মতো। বিএনপিতে খালেদা জিয়াই একমাত্র পুরুষ। স্থায়ী কমিটির সদস্যদের মেয়ে বললে ভুল হবে না।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গঠনতন্ত্র বিষয়ক নারী ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাসুজ্জামান দুদু বলেন, ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া তিন মাস গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। কিন্তু দলের স্থায়ী কমিটির কোনো সদস্যই ম্যাডামের পাশে দাঁড়াননি। তারা দলের সব সিদ্ধান্ত ম্যাডামের ওপর চাপিয়ে দিয়েছিলেন। তারা নিজ উদ্যোগে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

তিনি বলেন, দলের সব সিদ্ধান্ত ম্যাডারের ওপর চাপিয়ে দেবেন না। নিজেরাও দলের জন্য সিদ্ধান্ত নিন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে দুদু বলেন, শেখ হাসিনা সেনাবাহিনী, বিদেশি মহল ও ব্যবসায়ীদের সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন। তিনি ষড়যন্ত্র ভালো বুঝেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী হয়েছিলেন। শেখ হাসিনার মতো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেননি তিনি। খালেদা জিয়ার রাজনীতি নারী-পুরুষের জন্য অনুকরণীয়।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, কমিটি গঠনে খালেদা জিয়াকে দায়ী করবেন না। দলের যে জায়গায় যিনি আছেন সে জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের কমিটি ও সাংগঠনিক কাজ দলের নেতাদেরই করতে হবে।

বিএনপির এই নেতা জানান, আগামী ডিসেম্বরে কৃষক দলের কাউন্সিল। এ জন্য সম্মেলন করে প্রস্তুতি নিতে হবে।

গঠনতন্ত্র বিষয়ক নারী ও যুব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ প্রমুখ।