হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন থেকে পুরাতন আশুতিয়া বাজার হয়ে ঠুটারজঙ্গল পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে স্থানীয় হরশী বাজার ঈদগাহ্ মাঠে সুখিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল হক তোতা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শামছ উদ্দিন, সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শিকদার, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোঃ আবদুল হাকিম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।