হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। শুভেচ্ছা বার্তায় দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বার্তায় রুহানি বলেছেন,ইরান ও বাংলাদেশ হচ্ছে বিশ্বের গুরুত্বর্পূণ দু’টি দেশ এবং এই দুই দেশের যেমন সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন রয়েছে তেমনি রয়েছে পারস্পরিক সহযোগিতার উজ্বল ইতিহাস। এ অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্ক অতীতের চেয়ে আরও বেশি জোরদার হবে।