ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার উপর মতবিনিময়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৫২২ বার

আজ সকালে বাগিচা চাইনিজ রেষ্টুরেন্ট, সেগুনবাগিচা ঢাকায় “অনলাইন নিউজপেপার এডিটর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (অনেব)” এর উদ্যোগে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার চূড়ান্ত খসড়ার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলাচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (এম.ডি) ও প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ড. মোঃ শাহজাহান, মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো ও মাহবুব নেওয়াজ চৌধুরী মুখপত্র, গুড গর্ভানেন্স ফোরাম।

প্রধান অতিথি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন আমি নিজে সংবাদ জগতের মানুষ আমি ও আপনাদের সাথে একটি মিডিয়া বান্ধব নীতিমালা চাই। তিনি আরো বলেন দেশে এখন অনলাইন গণমাধ্যমই মুল ধারার গণ মাধ্যম হিসেবে স্বীকৃত।

প্রধান আলোচক জনাব মোস্তফা জব্বার বক্তব্যে বলেন, নীতিমালায় কর্ম পরিকল্পনা যুক্ত করা উচিৎ এবং তিনি একটি জাতীয় গণমাধ্যম সম্মেলন আয়োজন করার কথা ও বলেন।দীর্ঘ আলোচনার পর এ অনলাইন গণমাধ্যম নীতিমালার প্রনয়ন করা হচ্ছে্।আজকের এ মতামত নীতিমালা প্রনয়নে সহায়তা করবে।

বোমার সাধারণ সম্পাদক একে এম শরিফুল ইসলাম খান বলেন কোন নিবন্ধন ফি থাকা চলবেন। গুগল এড সেন্স এর বিজ্ঞাপন এর বাধা দূর করতে হবে এবং অনলাইন গণ মাধ্যম কমিশন করে নীতিমালা করতে হবে।

ঢাকা নিউজ 24.কমের প্রধান সম্পাদক লতিফুল বারী হামিম বলেন অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রনয়নের মাধ্যমে সরকার একটি ভাল কাজ করেছে। আমরা মনে করি এর মাধ্যমে অনলাইন পত্রিকা সৃংক্ষলার মাধ্যমে পরিচালিত হবে। অনলাইন পত্রিকায দেশের ইতিহাস, ইতিহ্য ও মুক্তিযুদ্ধকে তুলে ধরা উচিত। অনলাইন পত্রিকায কুরুচিপূর্ন ছবি পরিহার করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আলাচনা সভায় প্রধান আলাচক হিসেবে উপস্থিত ছিলেন ও সৌমিত্র দেব, সম্পাদক রেড টাইমস বিডি ২৪.কম, মশিউর রহমান রুবেল, সম্পাদক, সংবাদ ২৪.নেট, সাইফুল রহমান সাগর, সম্পাদক, ইউরো বিডি নিউজ অনলাইন. কম, গিয়াস আল মামুন, সম্পাদক প্রাইম নিউজ বিডি. কম, জনাব আশরাফুল ইসলাম, সম্পাদক বহুমাত্রিক.কম, সৈয়দ মুসফিকুর রহমান, সম্পাদক বিডি এক্সপ্রেস.কম ও সামছুল হুদা, সম্পাদক বজ্রশক্তি. কম।

উক্ত গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন জনাব কামাল হোসেন, প্রধান সম্পাদক ফোকাস বাংলা, সামসুজ্জামান পনির সম্পাদক বাংলা পোষ্ট ২৪. কম, মকছুদের রহমান মানিক সম্পাদক, নোয়াখালি মেইল, শেখ লাভলী আক্তার লাবন্য, সম্পাদক, বাংলা নিউজ ১৬. কম, জনাব রফিকুল হাসান অন্তু, সম্পাদক প্রাণের দেশ.কম।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালন করেন অনলাইন নিউজ পেপার এডিটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (অনেব), ও ডিস্ট্রিক নিউজ ২৪ .কম এর সম্পাদক শরীফ মোহাম্মদ মাসুম । তিনি অনেব এর পক্ষ থেকে নীতি মালার ব্যাপারে লিখিত সংশোধনী প্রস্তাব পাঠ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফিনেন্স ওয়ার্ল্ড.কম এর সম্পাদক আই এইচ শরীফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার উপর মতবিনিময়

আপডেট টাইম : ১০:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫

আজ সকালে বাগিচা চাইনিজ রেষ্টুরেন্ট, সেগুনবাগিচা ঢাকায় “অনলাইন নিউজপেপার এডিটর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (অনেব)” এর উদ্যোগে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার চূড়ান্ত খসড়ার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলাচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (এম.ডি) ও প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ড. মোঃ শাহজাহান, মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো ও মাহবুব নেওয়াজ চৌধুরী মুখপত্র, গুড গর্ভানেন্স ফোরাম।

প্রধান অতিথি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন আমি নিজে সংবাদ জগতের মানুষ আমি ও আপনাদের সাথে একটি মিডিয়া বান্ধব নীতিমালা চাই। তিনি আরো বলেন দেশে এখন অনলাইন গণমাধ্যমই মুল ধারার গণ মাধ্যম হিসেবে স্বীকৃত।

প্রধান আলোচক জনাব মোস্তফা জব্বার বক্তব্যে বলেন, নীতিমালায় কর্ম পরিকল্পনা যুক্ত করা উচিৎ এবং তিনি একটি জাতীয় গণমাধ্যম সম্মেলন আয়োজন করার কথা ও বলেন।দীর্ঘ আলোচনার পর এ অনলাইন গণমাধ্যম নীতিমালার প্রনয়ন করা হচ্ছে্।আজকের এ মতামত নীতিমালা প্রনয়নে সহায়তা করবে।

বোমার সাধারণ সম্পাদক একে এম শরিফুল ইসলাম খান বলেন কোন নিবন্ধন ফি থাকা চলবেন। গুগল এড সেন্স এর বিজ্ঞাপন এর বাধা দূর করতে হবে এবং অনলাইন গণ মাধ্যম কমিশন করে নীতিমালা করতে হবে।

ঢাকা নিউজ 24.কমের প্রধান সম্পাদক লতিফুল বারী হামিম বলেন অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রনয়নের মাধ্যমে সরকার একটি ভাল কাজ করেছে। আমরা মনে করি এর মাধ্যমে অনলাইন পত্রিকা সৃংক্ষলার মাধ্যমে পরিচালিত হবে। অনলাইন পত্রিকায দেশের ইতিহাস, ইতিহ্য ও মুক্তিযুদ্ধকে তুলে ধরা উচিত। অনলাইন পত্রিকায কুরুচিপূর্ন ছবি পরিহার করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আলাচনা সভায় প্রধান আলাচক হিসেবে উপস্থিত ছিলেন ও সৌমিত্র দেব, সম্পাদক রেড টাইমস বিডি ২৪.কম, মশিউর রহমান রুবেল, সম্পাদক, সংবাদ ২৪.নেট, সাইফুল রহমান সাগর, সম্পাদক, ইউরো বিডি নিউজ অনলাইন. কম, গিয়াস আল মামুন, সম্পাদক প্রাইম নিউজ বিডি. কম, জনাব আশরাফুল ইসলাম, সম্পাদক বহুমাত্রিক.কম, সৈয়দ মুসফিকুর রহমান, সম্পাদক বিডি এক্সপ্রেস.কম ও সামছুল হুদা, সম্পাদক বজ্রশক্তি. কম।

উক্ত গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন জনাব কামাল হোসেন, প্রধান সম্পাদক ফোকাস বাংলা, সামসুজ্জামান পনির সম্পাদক বাংলা পোষ্ট ২৪. কম, মকছুদের রহমান মানিক সম্পাদক, নোয়াখালি মেইল, শেখ লাভলী আক্তার লাবন্য, সম্পাদক, বাংলা নিউজ ১৬. কম, জনাব রফিকুল হাসান অন্তু, সম্পাদক প্রাণের দেশ.কম।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালন করেন অনলাইন নিউজ পেপার এডিটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (অনেব), ও ডিস্ট্রিক নিউজ ২৪ .কম এর সম্পাদক শরীফ মোহাম্মদ মাসুম । তিনি অনেব এর পক্ষ থেকে নীতি মালার ব্যাপারে লিখিত সংশোধনী প্রস্তাব পাঠ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফিনেন্স ওয়ার্ল্ড.কম এর সম্পাদক আই এইচ শরীফ।