হাওর বার্তা ডেস্কঃ বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের রাজৈর উপজেলার ১৩ বছরের কিশোর আব্বাস শেখকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।
বুধবার নয়টায় আব্বাসকে নিয়ে তার বাবা রাজ্জাক শেখ মাদারীপুর থেকে ঢাকায় আসেন। বেলা সাড়ে তিনটায় তারা হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উপ-পরিচালক ডা. আব্দুল মালেক মৃধা তৎক্ষণাৎ আব্বাসের চিকিৎসা শুরুর নির্দেশ দেন।
এরপর দুপুর সাড়ে তিনটায় হাসপাতালের সার্জারি বিভাগের তাকে ভর্তি করা হয়। বর্তমানে সে জেনারেল সার্জন সহযোগী অধ্যাপক ডা.এ.কে.এম রুহুল আমীনের অধীনে ১০০৭নং কেবিনে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা সুব্রত মণ্ডল।
তিনি জানান, আব্বাসের রোগ নির্ণয়ের জন্য ইতোমধ্যে সমস্ত প্রকার নমুনা সংগ্রহ করা হয়েছে। আব্বাসকে তার কেবিনে দুপুরের খাবারও দেয়া হয়েছে। এসময় আশেপাশের লোকজন আব্বাসকে দেখতে আসেন।
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান রাজু বলেন, আব্বাসের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার নিরীক্ষার পর জানা যাবে তার কি রোগ হয়েছে।