হাওর বার্তা ডেস্কঃ চা খাওয়ার সময় অনেকেই ব্যবহার করে থাকেন টি-ব্যাগ। টি-ব্যাগের চা খেতেও সুবিধা, আবার অনেকের মতে এই চা শরীরের পক্ষে ভালোও ৷ তবে চিকিৎসকরা বলছেন অন্য কথা ৷
এক গবেষণায় আসা তথ্য অনুযায়ী, টি-ব্যাগের চা খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক ৷ এর ফলে নাকি বড় ধরণের বিপদ আসতে পারে।
চিকিৎসকদের কথায়, টি-ব্যাগের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া বহন করে সবচেয়ে বেশিমাত্রায় ৷ এমনকী, গবেষণায় এসেছে টয়লেট সিটে ২২০ ব্যাকটেরিয়া থাকে, অন্যদিকে একটি টি ব্যাগে ব্যাকটেরিয়ার সংখ্যা ৩,৭৮৫। যা কিনা শরীর খারাপ হওয়ার পক্ষে যথেষ্ট।