ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন : মেনন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন রাজধানীতে তার নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। আজ রাজধানীর শাহবাগ এলাকায় ২১নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খানের কার্যালয়ে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘আমি এই এলাকার এমপি হিসেবে এখানকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসেছি। বর্তমান সরকারের সময়ে এই এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া এখন দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। দেশের মানুষ আজ তৃপ্তিতে নিঃশ্বাস নিচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট নানা জায়গায় বর্তমান সরকারের দুর্নাম ছড়ানোর অপচেষ্টা করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান।

নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন বিএনপি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বভাবতই তারা এখন বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেবে। তাই ১৪ দলসহ সবাইকে তাদের এই অপকৌশলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

এরপর বেলা ১১টায় সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান তার পল্টনস্থ ওয়ার্কার্স পার্টির অফিস প্রাঙ্গণে প্রয়াত বামনেতা কমরেড অমল সেনের ১৫তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিয়ে প্রয়াত নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দেশের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন : মেনন

আপডেট টাইম : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন রাজধানীতে তার নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। আজ রাজধানীর শাহবাগ এলাকায় ২১নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খানের কার্যালয়ে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘আমি এই এলাকার এমপি হিসেবে এখানকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসেছি। বর্তমান সরকারের সময়ে এই এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া এখন দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। দেশের মানুষ আজ তৃপ্তিতে নিঃশ্বাস নিচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট নানা জায়গায় বর্তমান সরকারের দুর্নাম ছড়ানোর অপচেষ্টা করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান।

নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন বিএনপি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বভাবতই তারা এখন বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেবে। তাই ১৪ দলসহ সবাইকে তাদের এই অপকৌশলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

এরপর বেলা ১১টায় সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান তার পল্টনস্থ ওয়ার্কার্স পার্টির অফিস প্রাঙ্গণে প্রয়াত বামনেতা কমরেড অমল সেনের ১৫তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিয়ে প্রয়াত নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।