শান্তিপূর্ণ সমাবেশ প্রতিশ্রুতি দিয়ে কর্মসূচির অনুমতি দিতে আহ্বান : রিজভী

হাওর বার্তা ডেস্কঃ ৫ জানুয়ারির সমাবেশ শান্তিপূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে কর্মসূচির অনুমতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিয়ে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলেও এ সময় জানান বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি তাদের সকল কর্মসুচি শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করে থাকে। অতীতে বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলা হয়েছে এমন কোনো নজির নেই। ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসুচিও বিএনপি শান্তিপূর্ণভাবে পালন করতে বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘আওয়ামী নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, তারাই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাচ্ছেন। তারা রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন।’

ঢাকাসহ দেশব্যাপী সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার নির্যাতনসহ নানাভাবে হয়রানি শুরু করেছে বলেও অভিযোগ করেন দলটির এই নেতা।

শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি পাওয়া যাবে প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন, ‘সরকার সমাবেশের অনুমতি নিয়ে যে নাটক করছে সেই নাটকটি আসলে গণতন্ত্রের সাথে, জনগণের সাথে মশকরা করা।’

‘তবু আমরা এখনো আশা করব সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে।`বলেন তিনি।

সমাবেশের অনুমতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘যেকোনো সময় যেকোনো স্থানে ক্ষমতাসীনদের সভা সমাবেশ করতে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অনুমতি লাগে না। তাহলে আপনার কথায় এটি পরিষ্কার যে, সরকারবিরোধী দলগুলোকে নির্মমতার দ্বারা অবরুদ্ধ করে রাখতেই আপনাদের হুকুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেন।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর