হাওর বার্তা ডেস্কঃ ভারতের হায়দরাবাদকে ভিক্ষুকমুক্ত করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে তেলেঙ্গানা কারা দপ্তর। ওই দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, হায়দরাবাদের রাস্তায় কাউকে ভিক্ষুক হিসেবে শনাক্ত করে কারা দপ্তরকে খবর দিলেই পুরস্কার হিসেবে ৫০০ টাকা পাবেন। তেলেঙ্গানা কারা দপ্তরের ডিজি ভি কে সিংহ জানান, শিগগিরই তাঁরা ‘বিদ্যাদানম’ নামের একটি প্রকল্প শুরু করছেন, যে প্রকল্পটি পুরোপুরি ভিক্ষুকদের স্বার্থে।
ভিক্ষুকদের কর্মসংস্থান ও শিক্ষা দেওয়ার জন্যই এ প্রকল্পের সূচনা হচ্ছে। তিনি জানান, গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন এবং পুলিশি সহায়তায় এখন পর্যন্ত রাস্তা থেকে ৭১১ জন পুরুষ ও ৩১১ জন নারী ভিক্ষুককে উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ৪৭৬ জন পুরুষ ও ২৪১ জন নারী ভিক্ষুক আর ভিক্ষা না করার মুচলেকা দেওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৬৫ জন পুরুষ, ৭০ জন নারী ও দুই শিশু ভিক্ষুককে আনন্দ আশ্রমে পাঠানো হয়েছে।