হেফাজতে বাংলাদেশের আমীর আল্লামা শফির গ্রেপ্তারসহ ওলামা লীগের ১২ দফা

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে গ্রেপ্তারসহ ১২ দফা দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলা। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা।

বক্তারা বলেন, ‘এদেশে বঙ্গবন্ধু কর্তৃক প্রথম সরকারিভাবে পালিত ঈদে মিলাদুন্নবী ও মিলাদ ক্বিয়াম শরীফকে চরম অবমাননা করেছেন শাহ আহমদ শফী। যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য স্বয়ং আল্লাহপাক কুরআন শরীফে আদেশ করেছেন, সাহাবী ও অলিগণ পালন করেছেন- সেই ঈদে মিলাদুন্নবীকে বিরোধিতা করেছেন শফি। তিনি নিজেকে দ্বীন ইসলামের দুশমন হিসেবে প্রমাণ করেছেন।’

বক্তারা আরও বলেন, ‘৫ মে রাজধানীর মতিঝিল, নয়া পল্টন, বায়তুল মোকাররম এলাকায় শফীর নেতৃত্বে তাণ্ডব চালানো হয়েছিলো। কোরআন শরীফসহ কয়েকশ দোকান ভাঙচুর লুটপাটের ঘটনায় তার বিচার আজও হয়নি। আবার নতুন করে তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন।

১২ দফা দাবি

>ঈদে মিলাদুন্নবী বিরোধীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

>হেফাজতের আমির আল্লামা শফীর গ্রেপ্তার।

>মাদরাসা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হাদিসকে অশ্লীল বলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও রিপোর্টার অভিজিতের গ্রেপ্তার।

>জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করতে ব্যাপক কূটনৈতিক চেষ্টা।

>আগামী নির্বাচনে মোসাদপন্থী ষড়যন্ত্রের চক্রান্তকারীদের গ্রেপ্তার।

>সরকারি ওয়েবসাইটে যারা সালাফি ওহাবী মতবাদ প্রচার করতে চায় তারা মূলত বিএনপি জামাতের এজেন্ট, এদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

>মুক্তিযুদ্ধকে পাক-ভারত যুদ্ধ বলায় ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে হবে ও আন্তর্জাতিক দালালের বিচারের ব্যবস্থা করতে হবে।

> পবিত্র দ্বীন ইসলাম বলার কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না।

>পবিত্র দ্বীন ইসলাম উগ্রবাদ সমর্থন না করার কারণে শিক্ষাবিদ নামধারী ইসলাম বিদ্বেষীদের তৎপরতা বন্ধ করতে হবে।

>জিহাদ আর সন্ত্রাসকে এক করা যাবে না।

>মুসলমানিত্ব নির্মূলের শিক্ষা আইন অনুমোদন করা যাবে না ও পাশাপশি শিক্ষানীতি ২০১০ বাতিল করতে হবে এবং হক্কানী আলেম ওলামাদের অন্তভূক্ত করতে হবে।

> বাংলাদেশে ব্র্যাকসহ ২০টি সন্দেহজনক এনজিওগুলো নিষিদ্ধ করতে হবে।

এ মানববন্ধনে আওয়ামী ওলামা লীগসহ ১৩ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর