হাওর বার্তা ডেস্কঃ চালকের হাত পা-বেঁধে মাইক্রোবাস ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছয় ছিনতাইকারীকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। গতকাল রাত একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার উপজেলার কুর্নী আজিজ ফিলিং স্টেশনের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সিরাজগঞ্জ সদরের বাঐতারা গ্রামের আলতাব হোসেনের ছেলে আরিফুল ইসলাম সুমন (২২), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে আওয়াল (২৬),ফরিদ মিয়ার ছেলে রিপন শেখ (২৪), আলতাব হোসেনের ছেলে আরিফুল ইসলাম সুমন (২২), জেলার কামারখন্দ উপজেলার ভারাঙা গ্রামের আব্দুল মজিদের ছেলে হাসান আলী (২৩), তারা সিকদারের ছেলে শরিফুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, ছিনতাইকারীরা সিরাজগঞ্জ সদর থেকে রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫৬- ০৭৪৩) ভাড়া করে। পথিমধ্যে জেলার কড্ডার পর জাহান ফিলিং স্টেশন এলাকায় এসে ছিনতাইকারীরা মাইক্রোবাসের চালকের মারপিট করে ফেলে মাইক্রোটি নিয়ে চলে দেয়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে ছয় ছিনতাইকারীসহ মাইক্রোবাসটি আটক করে।
মির্জাপুর থানা উপপরিদর্শক (এসাআই) বদিউজ্জামান জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা মহাসড়কে বিভিন্ন সময় যানবাহন ছিনতাই করেন।