হাওর বার্তা ডেস্কঃ ভোট দেয়ার নিরাপদ পরিবেশ যতক্ষণ না দৃশ্যমান হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ (২৩ নভেম্বর) সকালে যশোরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গয়েশ্বর চন্দ্র এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপির জন্ম হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। এই বহুদলীয় গণতন্ত্র যতক্ষণ প্রাতিষ্ঠানিক রূপ না পাবে, ততক্ষণ বিএনপি লড়াই চালিয়ে যাবে, এ যুদ্ধ অব্যাহত রাখবে।’
আওয়ামী লীগ সরকারি গাড়ি, প্রশাসন ব্যবহার করে ভোট চেয়ে বেড়াচ্ছে অভিযোগ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘নির্বাচন কমিশন আইনে এটা তো অন্যায়। আমরা এসব চাইছি না। আমরা কোনো নিয়ম ভঙ্গ করি কি-না, প্রশাসন সেটা দেখতে পারে।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায়, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুণ্ডু, আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।