ইউনেস্কো বিএন‌পি-জামায়াতকে চপেটাঘাত মে‌রে‌ছে

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ ইউনেস্কো স্বীকৃতি দি‌য়ে ১৯৭৫ সা‌লের ১৫ আগ‌স্টের পর ইতিহাস বিকৃতকারী‌ বিএন‌পি-জামায়াতকে চপেটাঘাত মে‌রে‌ছে ব‌লে মন্তব্য ক‌রেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রাজধানীর রমনার ইঞ্জি‌নিয়ার্স ইন‌স্টি‌টিউ‌শনে আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-ক‌মি‌টির উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ-বিশ্ব ইতিহাসের অনন্য দলিল’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‌তি‌নি ব‌লেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি বি‌শ্বের অনন্য দ‌লিল হিসে‌বে স্বীকৃতি দি‌য়ে দ্বায়মু‌ক্তি লাভ ক‌রে‌ছে বলে আমরা ব্যক্তিগতভা‌বে ম‌নে ক‌রি। চট্টগ্রা‌মে ২৫ মার্চ রা‌তে পাকিস্তানি হানাদার বাহিনী গণহা‌রে মানুষ হত্যা করে। এ কঠিন সময় জীব‌নের ঝুঁকি নি‌য়ে আওয়ামী লীগ অফি‌সের বেয়ারা নরুল হক চট্টগ্রামের সারা শহ‌রে মাইকিং ক‌রে বঙ্গবন্ধুর ভাষণ বা‌জি‌য়ে শুনায়।

আওয়ামী লীগের এ মুখপাত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জিয়া ২৭ মার্চ চার দেয়া‌লের মা‌ঝে নিরাপত্তা বেষ্টুনী‌তে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ ক‌রে স্বাধীনতার ঘোষণার কৃতিত্ব নিতে চায়। স্বাধীনতার ঘোষণার কৃতিত্ব দিতে চাইলে আওয়ামী লীগ অফি‌সের বেয়ারা নরুল হককে দেওয়া উচিত। জিয়া কে নয়।

আওয়ামী লী‌গের উপ‌দেষ্টামণ্ডলীর সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপ-ক‌মি‌টির চেয়ারম্যান হো‌সেন তওফিক ইম‌ামের সভাপ‌তি‌ত্বে সে‌মিনা‌রে আরো উ‌পস্থিত ছি‌লেন, জাতীয় বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপচার্য হারুন অর র‌শিদ, মেজর জেনা‌রেল (অব) র‌ফিকুল ইসলাম বীর উত্তম,‌ দৈ‌নিক সমকা‌লের সম্পাদক গোলাম সা‌রোয়ার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর