হাওর বার্তা ডেস্কঃ আকাশে অনেক তাঁরা এই ছিলো সূর্যে ভরা, আজকের জোছনাটা আরো সুন্দর সন্ধাটা আগুন লাগা, আজকের পৃথিবী তোমার জন্য পরে থাকা ভালো লাগা, মুখরিত হবেদিন গানে গানে আগামীর সম্ভাবনা, তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনগত কাল হোক আরো সুন্দর উজ্জল দিন কামনার, জন্মদিন তোমার,’।
এই গানের সাথে মিল রেখে গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ফুলের শুভেচ্ছানত্বে ও ভালোবাসায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ’র আপন ছোট ভাই ও মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক নূরু। গতকাল তিনি ৬১তম জন্মদিনে পা রাখলেন।
জন্মদিন উপলক্ষে গত রবিবার সকালে মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে উন্মুক্ত মঞ্চে ৬১ পাউন্ড কেক কেটে শুভ জন্মদিনের সূচনা শুরু হয়। কেক কাটা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে সন্ধা থেকে আবার শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো ভাটিয়ালি গান, জারি গান, ব্যান্ড, নাটিকাসহ আরো অনেক কিছু। ব্যান্ডদের মধ্যে কিশোরগঞ্জের সিকে ব্যান্ড এর জোবায়ের, কনক কান্তি বিশ্বাস ও ম্যাজিক ভাওলিয়ানা আয়শা জেবিন দিপা প্রমুখ।
অন্যদিকে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ গভর্নিং বডি’র সভাপতি ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।
এ সময় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ গভর্নিং বডি’র সদস্য ও সাবেক মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব আছিয়া আলম, রাষ্ট্রপতি আবদুল হামিদ’র ব্যাক্তিগত সহকারি সচিব মুক্তিযোদ্ধা অধ্যপক মোঃ আবদুল হাই, কিশোরগঞ্জ জেলা জজ মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান, সওজ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবদুস শাহিদ ভূঞা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মোঃ শরিফ কামাল, মিঠামইন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সমীর কুমার, মিঠামইন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও আবদুল হক নূরু’র সহধর্মিনী আবেদা আক্তার জাহান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান উল্লাহ, তারেক কামাল প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শক শ্রোতা।
অফরদিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক নূরু’র ৬১তম শুভ জন্মদিন উপলক্ষে মিঠামইন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও হাজী তায়েব উদ্দিন স্কুলের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন করা হয়। সবশেষে জন্মদিনের ফুলের শুভেচ্ছা সিক্ত মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক নূরু উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ ফারুক আহম্মেদ সিদ্দিকী ও প্রভাশিকা সালমা আক্তার।
এস হোসেন আকাশ