হাওর বার্তা ডেস্কঃ দেশের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আর্থ-সামাজিক উন্নয়নে ওয়াকফ পদ্ধতির উন্নত ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক এবং জাকাত ব্যবস্থাপনা কেন্দ্র যৌথভাবে দুদিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১০টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, সরকার সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য দূর করার মাধ্যমে দেশকে দ্রুত দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে।
ওই সময় দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।