হাওর বার্তা ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশের যুবারা। দেশটির রাজধানী দুশানবের হিসব সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী এবং কঠিন ম্যাচটি থেকেই এক পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
‘বি’ গ্রুপের এই ম্যাচের আগে শঙ্কা ছিল খুব। কারণ, তাজিকিস্তান থেকে বাংলাদেশ জাতীয় দলই কখনো ভালো ফল নিয়ে ফিরতে পারেনি। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বে এই তাজিকিস্তানের কাছে তাদের মাঠে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। অথচ ঘরের মাঠের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। যুবাদের জন্য এই ম্যাচ ছিল তাই বড় চ্যালেঞ্জের। লাড়াকু ফুটবল খেলেছে তারা।
সেই চ্যালেঞ্জটা নিয়ে যুবারা ভালোই শুরু করলো। মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মালদ্বীপ।