ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া হামলা সরকারের পরিকল্পনারই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে ফেনীর মহিপালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সন্ত্রাসীদের দ্বারা বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন লাগিয়ে আবারো হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ফেনীতে ফের তার গাড়িবহরে হামলা সরকারের পরিকল্পনারই অংশ বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এক বিবৃতিতে গতকাল পুনরায় সন্ত্রাসীদের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সব সময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। এ দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবতার অবমাননার বিভিন্ন দিক। জনগণের হাড়গোড় চিবিয়ে এরা ভয়ঙ্কর নরপিশাচে পরিণত হয়েছে। দেশব্যাপী এ পিশাচদের দোর্দণ্ড পদচারণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে ফেনী জেলাকে। ফেনী শহর এখন বিবেকবর্জিত সন্ত্রাসীদের অভয়ারণ্য। বেগম খালেদা জিয়া আরো বলেন, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধা দানের উদ্দেশ্যে তারা আমার গাড়িবহরে চৈতন্যহীন বর্বর আক্রমণ চালাতে দ্বিধা করেনি। শুধু বহু গাড়ি কিংবা দলের নেতাকর্মীদের আঘাত করা নয়, তারা দায়িত্বরত গণমাধ্যম সাংবাদিকদের ওপরও নৃশংস আঘাত করেছে। তাদের যানবাহন ভাঙচুর করেছে। দেশে এখন জবাবদিহিহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তার ঘটেছে। তাদের সৃষ্ট অবসন্ন গণতন্ত্রে মানুষকে বন্দী করে রাখা হয়েছে। দেশে ন্যায়বিচার মহাশূন্যে বিলীন হয়ে গেছে। বিচারহীনতার কারণেই সন্ত্রাসীরা বেআইনি কাজ করতে উৎসাহিত হচ্ছে। এরা ইতিহাস থেকে শিা নেয়া দূরে থাকুক বরং ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করে জনগণের ওপর রক্তাক্ত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তিনি বলেন, আমার গাড়িবহর ঢাকা যাওয়ার পথে ফেনী শহর অতিক্রম করার সময় পেট্রলবোমা নিপেসহ দুু’টি গাড়িতে আগুন লাগিয়ে সন্ত্রাসীরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ। গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান খালেদা জিয়ার।
অপর এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাৎণিকভাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক প্রতিবাদ মিছিল থেকে শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, ছাত্রদলের নেতা ফরহাদ, শেরেবাংলানগর থানা ছাত্রদল নেতা অয়ন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মিজান, মতিঝিল শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তাহমিদ, হুমায়ুন কবির, ইশতেহার, আব্দুল আল নুর, আজাদসহ ১৪ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

খালেদা জিয়া হামলা সরকারের পরিকল্পনারই

আপডেট টাইম : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে ফেনীর মহিপালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সন্ত্রাসীদের দ্বারা বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন লাগিয়ে আবারো হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ফেনীতে ফের তার গাড়িবহরে হামলা সরকারের পরিকল্পনারই অংশ বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এক বিবৃতিতে গতকাল পুনরায় সন্ত্রাসীদের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সব সময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। এ দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবতার অবমাননার বিভিন্ন দিক। জনগণের হাড়গোড় চিবিয়ে এরা ভয়ঙ্কর নরপিশাচে পরিণত হয়েছে। দেশব্যাপী এ পিশাচদের দোর্দণ্ড পদচারণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে ফেনী জেলাকে। ফেনী শহর এখন বিবেকবর্জিত সন্ত্রাসীদের অভয়ারণ্য। বেগম খালেদা জিয়া আরো বলেন, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধা দানের উদ্দেশ্যে তারা আমার গাড়িবহরে চৈতন্যহীন বর্বর আক্রমণ চালাতে দ্বিধা করেনি। শুধু বহু গাড়ি কিংবা দলের নেতাকর্মীদের আঘাত করা নয়, তারা দায়িত্বরত গণমাধ্যম সাংবাদিকদের ওপরও নৃশংস আঘাত করেছে। তাদের যানবাহন ভাঙচুর করেছে। দেশে এখন জবাবদিহিহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তার ঘটেছে। তাদের সৃষ্ট অবসন্ন গণতন্ত্রে মানুষকে বন্দী করে রাখা হয়েছে। দেশে ন্যায়বিচার মহাশূন্যে বিলীন হয়ে গেছে। বিচারহীনতার কারণেই সন্ত্রাসীরা বেআইনি কাজ করতে উৎসাহিত হচ্ছে। এরা ইতিহাস থেকে শিা নেয়া দূরে থাকুক বরং ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করে জনগণের ওপর রক্তাক্ত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তিনি বলেন, আমার গাড়িবহর ঢাকা যাওয়ার পথে ফেনী শহর অতিক্রম করার সময় পেট্রলবোমা নিপেসহ দুু’টি গাড়িতে আগুন লাগিয়ে সন্ত্রাসীরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ। গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান খালেদা জিয়ার।
অপর এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাৎণিকভাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক প্রতিবাদ মিছিল থেকে শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, ছাত্রদলের নেতা ফরহাদ, শেরেবাংলানগর থানা ছাত্রদল নেতা অয়ন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মিজান, মতিঝিল শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তাহমিদ, হুমায়ুন কবির, ইশতেহার, আব্দুল আল নুর, আজাদসহ ১৪ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।