হাওর বার্তা ডেস্কঃ পিএসজির সঙ্গে চুক্তিই বিশেষ সুবিধা ভোগ করার অনুমতি দেয় নেইমারকে। এর নেতিবাচক প্রভাব পড়েছে অন্যদের মাঝে। সাবেক বার্সেলোনা তারকার বিশেষাধিকারে অসন্তুষ্ট সতীর্থরা। ফ্রেঞ্চ দৈনিক ‘লা পারিসিয়েন’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশ পেয়েছে।
এতে উল্লেখ করা হয় শুধুমাত্র নেইমারের জন্য দু’জন ফিজিওথেরাপিস্ট নিয়োজিত থাকবেন, ট্রেনিংয়ের সময় তাকে বড় ধরনের ট্যাকল করা যাবে না এবং ম্যাচের সময় ডিফেন্সিভ দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
আর্থিকভাবেও নেইমার লাভবান। উদাহরণস্বরূপ বলা যায়, তিনিই একমাত্র খেলোয়াড় যার নিজের পছন্দের স্পন্সরের ব্র্যান্ডের ব্যাগ রয়েছে, যেখানে দলের অন্য সদস্যদের পিএসজির লোগোযুক্ত ব্যাগ থাকা বাধ্যতামূলক।
লা পারিসিয়েন বলেছে, আগামী মৌসুমে আরও সুবিধা নিয়ে হাজির হবেন নেইমার। যেমনটা তিনি মনেপ্রাণে চাইছেন। পেনাল্টি নেওয়ার একমাত্র অধিকার থাকবে ব্রাজিলিয়ান সেনসেশনের হাতে। এখন এডিনসন কাভানির সঙ্গে ‘ইচ্ছার বিরুদ্ধে’ স্পট কিক শেয়ার করতে হচ্ছে।