হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার সকালে রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোনতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেলসহ সর্বস্তরের নেতাকর্মীরা।