বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গণতন্ত্রের ছবক না দেয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপন বলেছেন, “১৯৭২ থেকে ৭৫ সালে ইনু গংরা গণবাহিনী তৈরি করে সন্ত্রাসের রাজনীতির সূচনা করেছিল। তারা সবসময় গণতন্ত্রের বিরোধী। তাই তাদের কাছ থেকে জনগণ গণতন্ত্রের ছবক শুনতে চায় না।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, আবদুল হালিম, দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ-দফতর আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।