হাওর বার্তা ডেস্কঃ সারা বিশ্বে পযুক্তির মহলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোনকে বরাবরই ব্যয়বহুল স্মার্টফোন বলা হয়। আর এই ব্যয়বহুল স্মার্টফোনের কেস যদি হয় ফোনের চেয়েও দামি তবে তা কেমন হতে পারে? সিঙ্গাপুর ভিত্তিক লাক্সারি ব্র্যান্ড গ্রে আইফোনের জন্য এমন এক কেস বানিয়েছে যার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪৫ ডলার।
কেস প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্রে জানিয়েছে, এটি সলিড টাইটেনিয়াম ব্লক থেকে বানানো হয়ছে। মেশিনের মাধ্যমে সরাসরি এতে কেসের আকৃতি দেওয়া হয়েছে এবং চূড়ান্তভাবে আর্টের মতো করে নাম্বার যুক্ত করা হয়েছে। আর কেসের সাইডগুলোকে রংধনুর মতো ফিনিশিং দেওয়া হয়েছে। এবং প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই রংধনু ফিনিশিং দেওয়া হয়েছে হাতে অগ্নিসংযোগের মাধ্যমে। আর লোগো এবং অন্যান্য বিস্তারিত দেওয়া হয়েছে লেজারের মাধ্যমে।
ব্যবসা বাণিজ্য ভিত্তিক সাইট বিজনেস ইনসাইডার প্রতিষ্ঠান থেকে নেওয়া এই কেস আইফোন ৮ প্লাসে ব্যবহার করেও দেখেছে।