হাওর বার্তা ডেস্কঃ সবাই মিলে লাগাই বৃক্ষ, একদিনেই আড়াই লক্ষ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আড়াই লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে পুরো দেলদুয়ার উপজেলাকে সবুজের চাদরে ঢাকার লক্ষ্যে এ উদ্যোগ হাতে নেয় উপজেলা প্রশাসন। আড়াই লাখ জনবসতির দেলদুয়ারে এক মাস আগে একটি করে গাছ লাগিয়ে সবুজ দেলদুয়ার গড়ার লক্ষ্যে একদিনেই আড়াই লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়। প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহবান জানিয়ে উপজেলা প্রশাসন বিভিন্নভাবে প্রচারণা শুরু করে।
সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার পাথরাইলে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে একযোগে আড়াই লক্ষ গাছের চারা লাগানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আব্দুল বাতেন।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন কবির জানান, বর্তমানে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু স্বাভাবিক রাখতে বেশি গাছ থাকা প্রয়োজন। অন্যদিকে সম্প্রতি বেশি হারে বজ্রপাত হচ্ছে। বজ্রপাতরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালবীজ রোপণসহ অন্যান্য গাছ মিলিয়ে উপজেলার প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে উপজেলায় আড়াই লক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছিল।
উপজেলা পরিষদ সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়রা বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে যথেষ্ট প্রচারণা করেছেন। স্কুল, কলেজ, হাট, বাজার এসব জায়গায় লিফলেট বিতরণ ও মাইকযোগে প্রচারণা চালানো হয়েছে।
বিভিন্ন সড়কের পাশে ফলজ উদ্ভিদের সাথে শোভাবর্ধণকারী গাছ নিম, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, শিমুল ও মহুয়া গাছের চারা সরকারিভাবে লাগানো হয়। এছাড়া নিজ নিজ বাড়িতে ব্যক্তি উদ্যোগে ইচ্ছেমতো জায়গায় পছন্দমতো উদ্ভিদের চারা রোপণ করেছে সাধারণ মানুষ।
পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয়েছে। প্রত্যেক ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসনের নির্দেশে স্ব-স্ব এলাকায় গাছের চারা রোপণ নিশ্চিত করেছেন। সরকারি চারাগুলো ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ হয়েছে।