ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নীরব বিএনপি, সরব আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনের আগে ফেনী-৩ আসনে সরব আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি রয়েছে নীরব। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসনে ভোটের হাওয়া বইছে আগ থেকেই। এ নিয়ে চলছে নানা আলোচনা। আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পেতে চলছে জোর লবিং ও তদবির। সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। শেষ পর্যন্ত নৌকা-ধানের শীষের টিকিট কারা পাচ্ছেন- এ নিয়ে চলছে কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। আওয়ামী লীগের সম্ভাব্য ডজনখানেক প্রার্থী প্রকাশ্যে থাকলেও বিএনপি প্রার্থীদের নীরব প্রচারণা চলছে এখানে। তবে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিসহ অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে তরুণ নেতারা প্রাধান্য পাবেন- এমন আভাস পেয়ে যুবলীগ-ছাত্রলীগের একাধিক সাবেক কেন্দ্রীয় নেতা মাঠে তৎপর। আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছেন তারা হলেন- বিগত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল
কবির রতন, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট এম. শাহজাহান সাজু। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীও আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পেতে লবিং চালাচ্ছেন বর্তমান স্বতন্ত্র এমপি হাজী রহিম উল্যাহ।
এদিকে বিএনপি থেকে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাদরাজ জামান, কেন্দ্রীয় বিএনপির নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাছির উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল নেত্রী সাহেনা আক্তার শানু। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু রাজধানী না এলাকা থেকে নির্বাচন করবেন- এ বিষয়টি এখনো স্পষ্ট করেননি। এছাড়া আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বড়ভাই ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর নামও শোনা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে। অপরদিকে বিএনপি-জামায়াত জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদের নিজের গ্রামের বাড়ি দাগনভূঞা হওয়ায় তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা হচ্ছে। এছাড়া, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককেও জোটের প্রার্থী হিসেবে পেতে তৎপর রয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এদিকে স্থানীয় নেতারা জানিয়েছেন, ওয়ান-ইলেভেনের বিপর্যয়ে বেশ কয়েকজন সাবেক এমপি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় এবার মনোনয়নে অপেক্ষাকৃত তরুণ ও সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেবে বিএনপির হাইকমান্ড। সেক্ষেত্রে এগিয়ে আছেন সরকারবিরোধী দু’দফা আন্দোলনের দুঃসময়ে দলের সহ-দপ্তরের দায়িত্ব পালন করা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আবদুল লতিফ জনি। এছাড়া আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
দলের মনোনয়নের বিষয়ে আবদুল লতিফ জনি বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে কারাবরণ করেছি। ছাত্রজীবন থেকে আজ অবধি যেকোনো বিপর্যয়ে দলের সঙ্গে ছিলাম। সততা ও দলের প্রতি বিশ্বস্ততার বিচারে যদি কাউকে মনোনয়ন দেয়া হয় তাহলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাকেই মনোনয়ন দেবেন বলে বিশ্বাস করি।
দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামালউদ্দিন টিংকু বলেন, সাবেক এমপি মোশাররফ হোসেন মারা যাওয়ার পর আমরা অভিভাবকহীন অবস্থায় আছি।
এদিকে ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা রিন্টু আনোয়ারকে মহাজোট থেকে মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রবাসী আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্যাহ স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে মাঠে সরব রয়েছেন রিন্টু আনোয়ার। এছাড়া জাসদ (রব)-এর কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপনও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা স্থানীয়ভাবে দলীয় বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি নিজ নিজ এলাকায় সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে সরব রয়েছেন। অনেকেই বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। ঈদ-পূজায় সরব ছিলেন এসব নেতারা। তবে বিএনপি-জামায়াতের প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণায় না থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তৎপর রয়েছেন দলীয় মনোনয়ন পেতে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ‘বিগত দুটি নির্বাচনে আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু দল যাকে দিয়েছে আমি তার সঙ্গে কাজ করেছি। এবারও মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে দল যাকেই মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করবো’।
কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘আমার জন্ম আওয়ামী লীগ পরিবারে। দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আমি বেশকিছু কাজ করেছি। আমি নেত্রীর কাছে মনোনয়ন চাইবো, তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবো’।
এদিকে বর্তমান সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর বিগত চার বছর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। অবহেলিত সোনাগাজীতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ রয়েছে। বিগত সময়ের মতো এবারও তিনি আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন চাইবেন এবং পাবেনও আশা করছেন। তবে মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নীরব বিএনপি, সরব আওয়ামী লীগ

আপডেট টাইম : ০১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনের আগে ফেনী-৩ আসনে সরব আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি রয়েছে নীরব। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসনে ভোটের হাওয়া বইছে আগ থেকেই। এ নিয়ে চলছে নানা আলোচনা। আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পেতে চলছে জোর লবিং ও তদবির। সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। শেষ পর্যন্ত নৌকা-ধানের শীষের টিকিট কারা পাচ্ছেন- এ নিয়ে চলছে কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। আওয়ামী লীগের সম্ভাব্য ডজনখানেক প্রার্থী প্রকাশ্যে থাকলেও বিএনপি প্রার্থীদের নীরব প্রচারণা চলছে এখানে। তবে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিসহ অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে তরুণ নেতারা প্রাধান্য পাবেন- এমন আভাস পেয়ে যুবলীগ-ছাত্রলীগের একাধিক সাবেক কেন্দ্রীয় নেতা মাঠে তৎপর। আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছেন তারা হলেন- বিগত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল
কবির রতন, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট এম. শাহজাহান সাজু। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীও আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পেতে লবিং চালাচ্ছেন বর্তমান স্বতন্ত্র এমপি হাজী রহিম উল্যাহ।
এদিকে বিএনপি থেকে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাদরাজ জামান, কেন্দ্রীয় বিএনপির নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাছির উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল নেত্রী সাহেনা আক্তার শানু। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু রাজধানী না এলাকা থেকে নির্বাচন করবেন- এ বিষয়টি এখনো স্পষ্ট করেননি। এছাড়া আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বড়ভাই ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর নামও শোনা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে। অপরদিকে বিএনপি-জামায়াত জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদের নিজের গ্রামের বাড়ি দাগনভূঞা হওয়ায় তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা হচ্ছে। এছাড়া, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককেও জোটের প্রার্থী হিসেবে পেতে তৎপর রয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এদিকে স্থানীয় নেতারা জানিয়েছেন, ওয়ান-ইলেভেনের বিপর্যয়ে বেশ কয়েকজন সাবেক এমপি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় এবার মনোনয়নে অপেক্ষাকৃত তরুণ ও সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেবে বিএনপির হাইকমান্ড। সেক্ষেত্রে এগিয়ে আছেন সরকারবিরোধী দু’দফা আন্দোলনের দুঃসময়ে দলের সহ-দপ্তরের দায়িত্ব পালন করা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আবদুল লতিফ জনি। এছাড়া আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
দলের মনোনয়নের বিষয়ে আবদুল লতিফ জনি বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে কারাবরণ করেছি। ছাত্রজীবন থেকে আজ অবধি যেকোনো বিপর্যয়ে দলের সঙ্গে ছিলাম। সততা ও দলের প্রতি বিশ্বস্ততার বিচারে যদি কাউকে মনোনয়ন দেয়া হয় তাহলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাকেই মনোনয়ন দেবেন বলে বিশ্বাস করি।
দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামালউদ্দিন টিংকু বলেন, সাবেক এমপি মোশাররফ হোসেন মারা যাওয়ার পর আমরা অভিভাবকহীন অবস্থায় আছি।
এদিকে ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা রিন্টু আনোয়ারকে মহাজোট থেকে মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রবাসী আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্যাহ স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে মাঠে সরব রয়েছেন রিন্টু আনোয়ার। এছাড়া জাসদ (রব)-এর কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপনও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা স্থানীয়ভাবে দলীয় বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি নিজ নিজ এলাকায় সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে সরব রয়েছেন। অনেকেই বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। ঈদ-পূজায় সরব ছিলেন এসব নেতারা। তবে বিএনপি-জামায়াতের প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণায় না থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তৎপর রয়েছেন দলীয় মনোনয়ন পেতে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ‘বিগত দুটি নির্বাচনে আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু দল যাকে দিয়েছে আমি তার সঙ্গে কাজ করেছি। এবারও মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে দল যাকেই মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করবো’।
কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘আমার জন্ম আওয়ামী লীগ পরিবারে। দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আমি বেশকিছু কাজ করেছি। আমি নেত্রীর কাছে মনোনয়ন চাইবো, তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবো’।
এদিকে বর্তমান সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর বিগত চার বছর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। অবহেলিত সোনাগাজীতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ রয়েছে। বিগত সময়ের মতো এবারও তিনি আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন চাইবেন এবং পাবেনও আশা করছেন। তবে মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।