ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়েছে বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৪০৭ বার

এ বছর ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ আছে ৮৮তম অবস্থানে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-এ বাংলাদেশ পেছনে আছে প্রতিবেশী ভারত এবং পাকিস্তান।

গতবারের ৯০তম অবস্থান থেকে দুই ঘর এগিয়েছে দেশটি। মোট ১১৯টি দেশের জিএইচআই এর র‌্যাঙ্কিং করা হয়।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এ বছরের প্রকাশ করেছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স যা `বিশ্ব ক্ষুধা সূচক` নামেই পরিচিত। তবে বাংলাদেশ এখনও ক্ষুধা নিরাময়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবারের স্কোর ২৬.৫। যা গতবারের ২৭.১ স্কোর থেকে কমেছে, অর্থাৎ উন্নতি করছে বাংলাদেশ।

তালিকায় ভারতের অবস্থান ১০০তম। পাকিস্তান ১০৬তম অবস্থানে রয়েছে। তবে নেপাল (৭২তম), মিয়ানমার (৭৭তম) এবং শ্রীলঙ্কা (৮৪তম) এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে।

মূলত চারটি বিষয়কে এই সূচক নির্ধারণের শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হলো- অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় কম ওজন, বয়সের তুলনায় কম উচ্চতা ও শিশুমৃত্যুর হার। এই পরিস্থিতি বিচার করে ১০০ পয়েন্টের এই সূচক তৈরি করা হয়। যে দেশের স্কোর যত কম, সে দেশের পরিস্থিতি তত ভালো।

গতবারের সূচকেও বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল প্রতিবেশী দুটো দেশ। ২০১৬ সালের সূচকে ভারত ৯৭তম, পাকিস্তান ১০৭তম ও আফগানিস্তান ১১১তম এবং এগিয়ে থাকা চীন ২৭তম, নেপাল ৭২তম, মিয়ানমার ৭৫তম ও শ্রীলঙ্কা ৮৪তম অবস্থানে ছিল। গতবারের স্কোরেও বাংলাদেশ উন্নতি লক্ষণীয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়েছে বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান

আপডেট টাইম : ০৯:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

এ বছর ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ আছে ৮৮তম অবস্থানে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-এ বাংলাদেশ পেছনে আছে প্রতিবেশী ভারত এবং পাকিস্তান।

গতবারের ৯০তম অবস্থান থেকে দুই ঘর এগিয়েছে দেশটি। মোট ১১৯টি দেশের জিএইচআই এর র‌্যাঙ্কিং করা হয়।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এ বছরের প্রকাশ করেছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স যা `বিশ্ব ক্ষুধা সূচক` নামেই পরিচিত। তবে বাংলাদেশ এখনও ক্ষুধা নিরাময়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবারের স্কোর ২৬.৫। যা গতবারের ২৭.১ স্কোর থেকে কমেছে, অর্থাৎ উন্নতি করছে বাংলাদেশ।

তালিকায় ভারতের অবস্থান ১০০তম। পাকিস্তান ১০৬তম অবস্থানে রয়েছে। তবে নেপাল (৭২তম), মিয়ানমার (৭৭তম) এবং শ্রীলঙ্কা (৮৪তম) এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে।

মূলত চারটি বিষয়কে এই সূচক নির্ধারণের শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হলো- অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় কম ওজন, বয়সের তুলনায় কম উচ্চতা ও শিশুমৃত্যুর হার। এই পরিস্থিতি বিচার করে ১০০ পয়েন্টের এই সূচক তৈরি করা হয়। যে দেশের স্কোর যত কম, সে দেশের পরিস্থিতি তত ভালো।

গতবারের সূচকেও বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল প্রতিবেশী দুটো দেশ। ২০১৬ সালের সূচকে ভারত ৯৭তম, পাকিস্তান ১০৭তম ও আফগানিস্তান ১১১তম এবং এগিয়ে থাকা চীন ২৭তম, নেপাল ৭২তম, মিয়ানমার ৭৫তম ও শ্রীলঙ্কা ৮৪তম অবস্থানে ছিল। গতবারের স্কোরেও বাংলাদেশ উন্নতি লক্ষণীয়।