গোলাপী এবং প্রজাপতি

হাওর বার্তা ডেস্কঃ মুষলধারে বৃষ্টি ঝরে ভিজে গেল পাপড়ি সকল,

প্রজাপতি কি বুঝে-এ কি ধকল?

রোদের খরতাপে বেঁচে থাকার লড়াই অবিরত,

প্রজাপতি কি বুঝে-তার কিঞ্চিত?

দুষ্ট প্রজাপতিরা শুধু পতিই হতে চায়–

বিলাপ করে কাঁদে, গোলাপী না খুঁজে পায় কোন উপায়!

তিন, তিনটি সন্তান-অনাহারের, অর্ধহারের জীবন

দিন আসে দিন যায়-গোলাপীর ভাগ্যের হয়না কোন পরিবর্তন ।

যৌবনে প্রজাপতি এসেছিল-এখন কোথায় করে সে ওড়াওড়ি

কোন খোঁজ রাখেনা-বউ, সন্তানের-কিছু বললেই, তালাকের হুমকি আর পুরূষত্বের বাহাদুরি !

দুষ্ট প্রজাপতিরা শুধু পতিই হতে চায়–

গোলাপীদের ভাগ্য এমনই-হয় গার্মেন্টস কর্মী, নয়তো কাজের বেটি- বৃত্তবন্দী কষ্টের জামানায়!

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর